মাধ্যমিক রেজাল্ট প্রকাশে বিলম্ব ! একাদশে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থা কঠিক চাপে রয়েছে। একদিকে যেমন দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট তার সঙ্গে শিক্ষকদের চাকরি বাতিলে বিদ্যালয় গুলি নাস্তানাবুদ। অন্যদিকে মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে দেখা দিয়েছে বিলম্বের আশঙ্কা। এই পরিস্থিতি রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারকে এক প্রকার মানসিক দুশ্চিন্তায় রেখেছে শিক্ষা দপ্তর।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

শিক্ষক ঘাটতি ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন।এদিকে স্কুল সার্ভিস কমিশন (SSC) দুর্নীতি মামলার জেরে হাই কোর্টের নির্দেশে রাজ্যের ২৬ হাজারেরও বেশি শিক্ষক সহ শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নে অংশ নিয়ে থাকেন। এবার খাতা দেখা নিয়েও উঠছে নানান ধরনের প্রশ্ন। অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষাবিদদের মধ্যে একাংশ দাবি করছেন যে,    এক্ষেত্রে অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা যদি খাতা দেখেন, তবে রেজাল্টের সঠিকতা ও স্বচ্ছতা নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে।

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষক তালিকা সরাসরি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি থেকে পাঠানো হয়, যার ফলে পর্ষদ নিশ্চিতভাবে জানে না যে চাকরি বাতিল হওয়া কেউ খাতা মূল্যায়ন করেছেন কি না? তবে এদিকে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মাধ্যমিক রেজাল্ট প্রকাশে বিলম্বের সম্ভাবনা:

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাধারণত মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে চলতি বছরের মাধ্যমিক রেজাল্ট প্রকাশের ঘটনায় সেই সময়সূচি পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে । একদিকে শিক্ষক ঘাটতির অন্যদিকে প্রশাসনিক জটিলতা পাশাপাশি আইনি জটিলতার কারণে খাতা মূল্যায়ন ও স্ক্রুটিনি প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

এই বিলম্বের ফলে শুধুমাত্র ফল প্রকাশেই নয়, একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াও প্রভাবিত হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরাই। যেহেতু মাধ্যমিক রেজাল্টের উপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের সাবজেক্ট বাছাই ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে বিলম্বিত রেজাল্ট প্রকাশ মানেই শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর বিরূপ প্রভাব পড়া।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন