Bangla News Dunia, Pallab : প্রকাশ্যে এলো মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশের (Madhyamik Result) তারিখ। চলতি বছর মাধ্যমিক শেষ হয় ২২ ফেব্রুয়ারি। তারপর থেকে পরীক্ষার রেজাল্ট জানার জন্য অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। মাঝে কেটে গিয়েছে বেশ কিছু মাস। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ করে পর্ষদ। কিন্তু চলতি বছরের পরিস্থিতি বলছিল, রেজাল্ট প্রকাশে বিলম্ব হতে পারে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
Madhyamik Result 2025
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘোষণায় কার্যত দিশেহারা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে ছিলেন। শীর্ষ আদালতের রায় শোনার পর বহু শিক্ষক জানিয়ে দিয়েছিলেন তাঁরা মাধ্যমিকের খাতা দেখবেন না।
তাছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলনে অংশ নিয়েছেন অনেকই। এর মাঝে মাধ্যমিকের ফলপ্রকাশে বিলম্ব হবে এমনটাই মনে করা হচ্ছিল। ইতিমধ্যে প্রকাশিত হলো মাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট প্রকাশের তারিখ। আসলে এই তারিখ থেকেই সম্ভাব্য তারিখ বলে মনে করা হচ্ছে।
কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট?
এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ আগামী ৩০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) রেজাল্ট প্রকাশ করতে চাইছে। অর্থাৎ পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় এই ফলপ্রকাশ হতে চলেছে। তবে একটি বিষয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। তাই ওইদিন মাধ্যমিকের ফলপ্রকাশ আদৌ হবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠছে।