মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানবাধিকার প্রশ্নে পাকিস্তানকে তুলোধনা  করল ভারত। বুধবার জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের (UNHRC) ৬০ তম অধিবেশনের ৩৪ তম বৈঠকে পাকিস্তানে লাগাতার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছে ভারত। ভারতীয় কূটনীতিক মহম্মদ হোসেন পড়শি দেশকে ধুয়ে দিয়ে জানিয়েছেন, যাদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই দেশের মানবাধিকার নিয়ে উপদেশ দেওয়ার দরকার নেই।  তিনি বলেন, ‘পাকিস্তানের মতো দেশ অন্যদের মানবাধিকার নিয়ে বক্তৃতা দিতে চাইছে। কিন্তু পাকিস্তানের উচিত মিথ্যা প্রচার ছড়ানোর বদলে তাদের নিজেদের দেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করা।’ সম্প্রতি নানা ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোনঠাসা করতে চাইছে পাকিস্তান। প্রতিটি ক্ষেত্রেই ভারত পালটা জবাব দিয়ে ইসলামাবাদকে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।

ভারত ছাড়া, বৈঠকে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরাও পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছেন। ভূ-রাজনৈতিক গবেষক জোশ বোয়েস বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে জানিয়েছেন, নিজেদের দেশে সবচেয়ে দুর্বলতম সম্প্রদায়কে নিয়মিত দমন করে চলেছে পাকিস্তান। পরিসংখ্যান দেখিয়ে তাঁর দাবি, চলতি বছরে ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনে বলা হয়েছে যে, ৭০০ জনেরও বেশি মানুষ ব্লাসফেমি (ধর্ম নিয়ে নিন্দা)-এর অভিযোগে জেলে রয়েছেন। যা গত বছরের তুলনায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির মুখপাত্র নাসির আজিজ খান পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের ক্রমবর্ধমান দমন-পীড়নের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন