Bangla News Dunia, Pallab : মোদির মানভঞ্জনের চেষ্টা ! ভারতের প্রধানমন্ত্রীকে পুরোনো ছবি উপহার দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘বিমস্টেক’ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তোলা ১০ বছরের পুরোনো এক ফ্রেমে বাঁধা ছবি উপহার দিয়েছেন ইউনূস। এদিন প্রধান উপদেষ্টাকেও উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। কূটনৈতিক মহলের ধারণা মোদি সরকারের মান ভাঙাতে নয়া চাল ইউনূসের!
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ বা ‘বিমস্টেক’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চেয়ে বেশ কয়েকবার দিল্লির কাছে আবেদন জানিয়েছে ইউনূসের ক্ষমতাসীন সরকার। সম্প্রতি ইউনূস চিন সফরে যাওয়ার আগেও দিল্লির কাছে আবেদন জানিয়েছিল ঢাকা। ঢাকার সেই আবেদনে সারা দেয়নি নয়া দিল্লি। তবুও ‘বিমস্টেক’ সম্মেলনে ইউনূস আশাবাদী ছিলেন মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে। অবশেষে সম্মলনের মাঝে বৈঠক হয় মোদি-ইউনূসের। বৈঠকের ফাঁকে ১০ বছরের পুরোনো এক ছবি নরেন্দ্র মোদিকে উপহার দেন মহম্মদ ইউনূস। যেখানে দেখা যাচ্ছে হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করছেন মোদি ও ইউনূস। ইউনূসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
শুধু ছবি উপহারই নয়, ‘বিমস্টেক’ সম্মেলনের ফাঁকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনূস। ছবিটি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
কী সেই পুরোনো ছবি? ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনুসকে স্বর্ণপদক দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তুলে দেন ইউনুসের হাতে। ১০ বছর পর সেই ছবি ইউনুসের তরফে মোদির হাতে তুলে দেওয়ার ঘটনায় কূটনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।
ইউনূস ভালো করেই জানেন, দেশের উন্নতি করতে গেলে ভারতের সহযোগিতা প্রয়োজন। কারণ, বর্তমানে এশিয়া মহাদেশের অন্যতম স্তম্ভ ভারত। ফলে ভারতকে চটালে আখেরে ক্ষতি। তাই ইউনূস চাইছেন, চিন পাকিস্তানের পাশাপাশি ভারতের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াতে।