মানসিক অবসাদে আচ্ছন্ন শৈশব ! বুঝছেন কি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মানসিক অবসাদে আচ্ছন্ন শৈশব ! করোনা মহামারী সম্পূর্ণ বদলে দিয়েছে আমাদের জীবন। দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরনো, মাস্ক পরা, আতঙ্কে থাকা, সামাজিক দূরত্ব পালন করার শিক্ষা আমাদের জীবনকে বদলে দিয়েছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, খেয়াল খুশিমতো বাড়ি থেকে বেরিয়ে পড়া, পাড়ার মোড়ে আড্ডা দীর্ঘদিন বন্ধ আমাদের জীবনে। এর প্রভাব বেশি পড়ছে ছোটদের মনে।

তাদের প্রিয় স্কুল বন্ধ দীর্ঘদিন।  লকডাউন ও করোনা কালে শৈশব অবসাদগ্রস্ত হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বাড়ির বড়রা যেখানে আর্থিক সংকট আর চাকরি নিয়েই চিন্তায়, সেখানে ছোটদের জন্য মন দেওয়ার সময় কোথায় ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশ শিশু অবসাদের শিকার। এই কারণেই ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এক নজরে দেখুন লক্ষণ গুলি —–

১. সব সময় বিরক্তি প্রকাশ , সব সময় মন খারাপ করে থাকা।

২. সবসময় ক্লান্তি, একটা ঝিমিয়ে থাকা অবসন্ন ভাব নিয়ে বসে থাকা।

৩. দেখবেন মাঝে মাঝে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা।

আরো পড়ুন :- হটাৎ করে রেগে যাচ্ছেন ? নিয়ন্ত্রণ করুন কিছু উপায়ে !

৪. হটাৎ অতিরিক্ত ঘুমে বেড়ে যাওয়া বা হটাৎ কমে যাওয়া।

৫. হাসি থাট্টা ও খেলাধুলোয় আগ্রহ হারিয়ে ফেলা।

৬. মৃত্যু অথবা আত্মহত্যা নিয়ে নানা ভুলভাল কথাবার্তা বলা।

এই সব লক্ষণ আপনার সন্তানের মধ্যে দেখা দিলে এখনই সাবধান হোন। প্রয়োজনে কাউন্সেলিং করান।

Highlights

1. মানসিক অবসাদে আচ্ছন্ন শৈশব !

2. প্রয়োজনে কাউন্সেলিং করান

#শৈশব # মানসিক অবসাদ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন