মানা হল পরিবারের দাবি ! ময়নাতদন্তের জন্য সিঙ্গুরের নার্সের দেহ আনা হল কল্যাণী AIIMS-এ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই সিঙ্গুরের নার্সিংহোম থেকে উদ্ধার হয়েছে দীপালি জানার ঝুলন্ত দেহ (Singur Nurse)। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের লোকেরা চেয়েছিলেন দীপালির ময়নাতদন্ত হোক এইমস বা কমান্ড হাসপাতালে। সেই দাবি মেনেই শনিবার কলকাতা থেকে গ্রিন করিডর করে তাঁর দেহ নিয়ে যাওয়া হল কল্যাণী এইমসে (Kalyani AIIMS)।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঙ্গুরের নার্সিংহোম থেকে গত বৃহস্পতিবার উদ্ধার হয় নার্স দীপালি জানার ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের তরফে দাবি করা হয়, আত্মহত্যা নয়, দীপালিকে কেউ খুন করেছে। পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মৃতার বাবা গতকাল বলেছিলেন, ‘আমি চাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত (Post-Mortem) হোক। আমরা চাইছিলাম, কেন্দ্রীয় হাসপাতালে দেহটি পরীক্ষা হোক, কিন্তু পুলিশ আমাদের না জানিয়ে জোর করে দেহ নিয়ে গিয়েছে। রাজ্যের হাসপাতালের প্রতি আমার আস্থা নেই।’ অন্যদিকে, ইতিমধ্যেই ওই নার্সিংহোমের মালিক এবং দীপালির প্রেমিককে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে।

এদিকে, দীপালির মৃত্যুতে শুরু হয়েছে বিজেপি (BJP) ও সিপিএমের (CPIM) মধ্যে দড়ি টানাটানি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, ‘পুলিশের অতি সক্রিয়তার কারণ কী?’ পালটা কুণাল ঘোষ বলেছেন,  ‘আমরাও চাই প্রকৃত সত্য সামনে আসুক। কিন্তু বিজেপি-সিপিএম পরিকল্পিতভাবে লাশ দখলের রাজনীতি করছে।’ তবে এতকিছুর মাঝে দীপালির পরিবারের দাবি মেনে এদিন ভোর ৭টা ২০ মিনিটে মেডিকেল কলেজের মর্গ থেকে গ্রিন করিডর করে নার্সের দেহ কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের (Post-Mortem) পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন