‘মানুষ কাজ করতে চাইছে না’, ফ্রি রেশন সহ ভাতা নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার, ভোটের আগে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের কথা বলা হয় শাসক দলের পক্ষ থেকে। পরে বেশ কিছু ক্ষেত্রে সেগুলো বাস্তবায়নও করা হয়। সম্প্রতি, সাধারণ মানুষের ভোট পাওয়ার লক্ষ্যে বিভিন্ন ভাতা শুরু করেছে সরকার।

আরও পড়ুন : ই-শ্রম কার্ডে এবার প্রতিমাসে পাবেন 3000 টাকা ! দেখুন কিভাবে আবেদন করবেন এখানে

বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

বিভিন্ন রাজ্যে চালু রয়েছে ভাতা ব্যবস্থা। যেমন বাড়ির মহিলাদের জন্য আর্থিক সাহায্য। কিংবা বিনামূল্যে রেশন। এর ফলে শাসক দলের ভোট আদায় করতে যে সুবিধা হচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ধরণের উদ্যোগের ফলে সাধারণ মানুষের একাংশ আর কাজ করার উৎসাহ পাচ্ছেন। বলা ভালো কাজ করতে চাইছেন না। কারণ কোনো কাজ না করেই হাতে চলে আসছে কিছু টাকা, খাদ্য সামগ্রী।

আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কবে থেকে জেনে নিন

সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন এমনটাই জানিয়েছেন বিআর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি। যারা গৃহহীন, তাঁদেরও মাথার ওপর ছাদ পাওয়ার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টে এই মর্মে একটি মামলার শুনানি চলছিল। শুনানি চলাকালীন বিচারপতি বিআর গভাই বলেছেন, “দুঃখজনকভাবে এই ফ্রিবি-র জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রি-তে রেশন পাচ্ছেন, কোনও কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন।”

ফ্রিতে রেশন নিয়ে শুরু সমস্যা?

গৃহহীন মানুষরাও সমাজের অংশ, তাঁরাও সমাজের মূল স্রোতে থাকার অধিকারী। এই মামলায় শুনানি চলার সময় বিচারপতির বেঞ্চ থেকে সাধুবাদ জানানো হয়েছে। বেঞ্চের মতে, “সকলকে সমাজের অংশ ভাবা এবং তাঁদের এক সঙ্গে নিয়ে চলার এই ভাবনা প্রশংসার যোগ্য। বিচারপতির কথায়, “আপনাদের উদ্বেগকে সাধুবাদ জানাই, তবে যদি তাদের সমাজের মূলস্রোতের অংশ করা হয় এবং দেশের উন্নয়নে অংশ নিতে দেওয়া হয়, তবে আরও ভাল হয়।

আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন