Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর দুয়েক আগের গল্প। সারাজীবনের কুকুর হওয়ার সাধ পূরণ হয়েছিল তাঁর। কিন্তু মানুষ হয়ে জন্মে কুকুর হয়ে বাঁচা— সহজ কাজ নয়। তবু প্রায় ১১ লক্ষ টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়েছিলেন তিনি। সেটা পরে পুরো দস্তুর কুকুরের মতো জীবনযাপন শুরু করেছিলেন। ওঠা-বসা, হাঁটাচলা, এমনকী খাবার খাওয়ার ধরনও কুকুরের মতো ছিল। কথা হচ্ছে টোকোর। জাপানের বাসিন্দা তিনি। ২০২২ সালে টোকোর মানুষ থেকে কুকুর হয়ে ওঠার ঘটনা আলোড়ন ফেলে নেট দুনিয়ায়। আবারও চর্চায় তিনি। কিন্তু এ বার কারণ অন্য।
মানুষ থেকে কুকুর হয়ে ওঠা সম্ভব নয়। তাই লক্ষ লক্ষ টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়ে ছিলেন। সেই পোশাক এবং টোকোর আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর বহু দিনের শখ পূরণ হয়েছিল। এ বার অন্যদের শখ পূরণের ব্যবসায় নেমেছেন টোকো। অর্থাৎ, কেউ যদি মানুষ থেকে কুকুর-বিড়াল হতে চান, তাঁদের সাহায্য করবেন টোকো।
টোকো নিজে কুকুরের কস্টিউম পরে জীবন কাটাতেন। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব তা ভালো চোখে দেখেনি। তা ছাড়া, তিনি নিজেও বুঝতে পেরেছিলেন, কুকুর হওয়া অত সহজ কাজ নয়। কিন্তু ১১ লক্ষ টাকা বিফলে যাবে নাকি? তাই এখন নিজের জন্য বানানো কাস্টম-ডিজ়াইনের কুকুরের পোশাক অন্যকে ভাড়া দিচ্ছেন। এর জন্য তাঁর অফিশিয়াল ওয়েবসাইটও রয়েছে।
টোকোর ওয়েবসাইটে লেখা আছে, যদি আপনি পশু হতে চান, তা হলে আপনাকে সাময়িক ভাবে সাহায্য করা হবে। এই সার্ভিসে আপনি পেয়ে যাবেন ওই কাস্টম-মেড কুকুরের পোশাক। এই পোশাক নেওয়ার জন্য আপনাকে ৩০ দিন আগে বুকিংও করতে হবে। ৩ ঘণ্টার জন্য খরচ পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৫০০ টাকা এবং ২ ঘণ্টার জন্য ১৯,৫০০ টাকা। শুনে অবাক হবেন, এই পোশাকের এত চাহিদা যে, গোটা ফেব্রুয়ারি জুড়ে সেটি বুক রয়েছে।