মায়ের কোন কোন গুণ ছেলেদের মধ্যে দেখা যায় ? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মা ও বাবার গুণ সব ছেলে বা মেয়ের মধ্যে কমবেশি থাকে। তবে লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি বাবার থেকে মায়ের দ্বারা বেশি প্রভাবিত হয়।

একজন মা বাবার থেকে অনেক বেশি অনুভূতিশীল ও আবেগপ্রবণ হয়ে থাকেন সন্তানের প্রতি।

সহানুভূতিশীলতা

মায়েরা যেহেতু বেশি সহানুভূতিশীল হন তাই ছেলেরাও সেই শিক্ষা পায়।

ধৈর্য 

ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি ধৈর্য থাকে। সেই ধৈর্যের শিক্ষাও সন্তান পেয়ে থাকে মায়ের কাছ থেকে।

মমতা

মমতা বা স্নেহে মায়ের বিকল্প নেই। সেই স্নেহ সন্তানদের আত্নবিশ্বাসী করে তোলে।

মুশকিল আসান 

বাড়ির যে কোনও সমস্যার সমাধান নিমেষে করে থাকেন মায়েরা। তারা অনেক বেশি দায়িত্ববান হন। ছেলেরাও সেই গুণ পেয়ে থাকে।

সংযোগ

পরিবারের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন মায়েরা। সন্তানরাও তাতে প্রভাবিত হয়। 

আত্মনিয়ন্ত্রণ

মায়ের কাছ থেকে ছেলেরা আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা অর্জন করে।

মেয়েরাও প্রভাবিত

তবে শুধু ছেলেরা নয়। মেয়েরাও মায়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক গুণ তারা পায়।  

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন