BBangla News Dunia, সমরেশ দাস : – মাত্র দু দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কীটাণুনাশক ও আলট্রাভায়োলেট রে দিয়ে করোনা ভাইরাস মারা যেতে পারে । ব্যাস কিছু মানুষ সাথে সাথে বাড়ির পরিষ্কার করার ব্লিচ , মেঝে পরিষ্কার জিনিস খেয়ে ফেলেছেন । নিউইয়র্কে বিষক্রিয়া সংক্রমণের ৩০ টি কেস এসেছে মাত্র ১৮ ঘণ্টায় । এরমধ্যে রয়েছে লাইজল, ডেটলের মতো কীটনাশক দ্রব্য ৷
এই ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প খুব আলোচিত হন , জানান যে না তিনি নাকি মজা করে কীটনাশক ও আলট্রা ভায়োলেটের কথা বলেছিলেন । নিউ ইয়র্ক ডেইলি নিউস এর তরফ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ৩০ টির বেশি ঘটনা সামনে এসেছে । নিউ ইয়র্ক শহরের পয়জন কন্ট্রোল সেন্টারের অন্তর্গত হেলথ ডিপার্টেমন্টে একাধিক এই ধরণের ঘটনার রিপোর্ট হচ্ছে ।
আরো পড়ুন :- পৃথিবীর কাছ দিয়ে এগিয়ে আসছে গ্রহাণু , ক্ষতির সম্ভবনা নেই
যদিও এখনো পর্যন্ত কারু মৃত্যুর খবর পাওয়া যায়নি । কিন্তু এতো গুলো ঘটনা সামনে আসতে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য সাংবাদিকদের একের পর এক শক্ত প্রশ্নের উত্তরে শুধু বলে চলেছেন যে তিনি নাকি মজা করেই বলেছিলেন এই কথা ।
তিনি বলেছেন যে হাতের ওপর যে ভাইরাস থাকে তাকে মারতে জীবাণুনাশক কাজ করে ৷ তিনি জানিয়েছেন যে জিনিস সুরক্ষিত ভাবে হাতে ব্যবহার করা যাবে তার ব্যবহারই করা উচিত ৷
আরো পড়ুন :- মেয়েদের খারাপ পোশাকে ক্ষুদ্ধ আল্লা , তাই করোনা দিয়েছে ! বক্তব্য পাক ধর্ম গুরুর
এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের পরেই ডেটল ও লাইজলের প্রস্তুতকারী সংস্থা নিজেদের বয়ান জারি করে বলেছে এমন কোনও রিসার্চ সামনে আসেনি যেখানে প্রমাণিত হয়েছে জীবাণুনাশক শরীর প্রবেশ করলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় ৷