Bangla News Dunia , পল্লব : আগেই ঘোষণা করেছিলেন ২০২৪ সালে ফের মার্কিন নির্বাচনে লড়বেন। রীতিমতো প্রচারও শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭৬ বছরের নেতার দাবি, তিনি আগের চেয়েও বেশি রাগী এবং প্রতিশ্রুতিবদ্ধ। নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনায় প্রচার সারার সময় বলতে দেখা গেল তাঁকে।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
কলম্বিয়ায় অনুষ্ঠানে ট্রাম্পের ঘোষণা, ”আমরা একসঙ্গে মিলে ফের আমেরিকাকে শ্রেষ্ঠ করে তোলার অসম্পূর্ণ কাজটি করব এবং সফল ভাবেই শেষ করব।” আগে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ‘লাল ঝড়’ বইয়ে দেওয়ার দাবি করেছিল ট্রাম্পের দল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়ে গিয়েছে। তবে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা। তবে সেখানেও ব্যবধান সামান্যই।
ফলে সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের শেষে বাইডেনের মুখের হাসিই চওড়া হয়েছে। কেননা সাধারণত, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল চাপে পড়ে যায়। এবার সেই সঙ্গে বাইডেনের আরও বড় চ্যালেঞ্জ ছিল মুদ্রাস্ফীতি ও তাঁর জনপ্রিয়তার গ্রাফের নিম্নমুখী হওয়া। সেই চ্যালেঞ্জে তিনি জয়ী। ফলে মুখে যাই দাবি করুন, তাঁর ক্ষমতায় প্রত্যাবর্তন যে কঠিন তাতে নিঃসন্দেহ ওয়াকিবহাল মহল।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
প্রচার শুরুর ক্ষেত্রে ঢিলেমির অভিযোগও উঠেছে। যার জবাব এদিন দিতে দেখা গিয়েছে ট্রাম্পকে। তিনি বলেছেন, ”ওরা বলছে আমি জনসভা করছি না, প্রচার করছি না। হয়তো আশা হারিয়ে ফেলেছি। কিন্তু আমি এখন আরও বেশি রাগী এবং আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ। সামনেই বড় বড় জনসভার পরিকল্পনা করেছি। এমন বড় সভা, যা কেউ কখনও দেখেনি।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর