মার্চের মধ্যেই বেসরকারীকরণ হচ্ছে দেশের এই জনপ্রিয় ব্যাঙ্ক !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সরকারের হাতছাড়া হয়ে যাবে দেশের জনপ্রিয় এক ব্যাঙ্ক! বেসরকারিকরণ করা হবে ব্যাঙ্কটির। প্রতিবেদন অনুসারে, এই বছরের মার্চ মাসের শেষ নাগাদ বেসরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার আগামী আর্থিক বছরের প্রথমার্ধের মধ্যে IDBI লেনদেন সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। তবে, সঠিক সময়সীমা এখনও পুরোপুরি নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

CNBC TV18 এর একটি প্রতিবেদন অনুসারে, সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে IDBI ব্যাঙ্কের বিলগ্নিকরণ প্রক্রিয়া মার্চ মাসে সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকার শীঘ্রই ব্যাঙ্কটিকে বেসরকারীকরণের লক্ষ্য পূরণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

কর্মকর্তারা উল্লেখ করেছেন যে ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রির জন্য আর্থিক দরপত্র শীঘ্রই আহ্বান করা হবে। বিজনেস টুডে টিভির আরও একটি প্রতিবেদন নিশ্চিত করেছে যে বিলগ্নিকরণ প্রক্রিয়া সম্পর্কিত ডেটা রুম সম্পর্কিত সমস্ত উদ্বেগ এখন সমাধান করা হয়েছে। বেসরকারীকরণের পরবর্তী পদক্ষেপের পথ এখন পরিষ্কার।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণের মাধ্যমে সরকারের ৩০.৪৮% শেয়ার বিক্রি করা হবে এবং জীবন বীমা কর্পোরেশনের (এলআইসি) ৩০.২৪% শেয়ার বিক্রি করা হবে। এই চুক্তিতে ব্যাঙ্কের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হস্তান্তরও জড়িত থাকবে। বিনিয়োগ ও জনসম্পদ ব্যবস্থাপনা বিভাগের (ডিআইপিএএম) মতে, বেসরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এলআইসি ব্যাঙ্ককে তার শেয়ার বিক্রি করবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন