Bangla News Dunia, Pallab : মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। এই সময়ে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে, বৃহস্পতি, শুক্র ও শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। সকালের দিকে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২ মার্চ। অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরলে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ পড়বে না।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
এদিকে, বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ওডিশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে