Bangla News Dunia, Pallab : রেশন কার্ডে (Ration card)র মাধ্যমে এই রাজ্যের নিম্নবিত্ত থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকেন সরকার।পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে, তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে, যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে। মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রি প্রদান করা হবে তবে কোন কার্ডে কতটা রেশন দেওয়া হবে তা নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
রাজ্য সরকারের পক্ষ থেকে চার ধরনের রেশন কার্ড (Ration card) প্রবর্তন করা হয়েছে। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH) এবং RKSY-1 ও RKSY-2 রয়েছে।
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-
এই রেশন কার্ড (Ration card) যাদের থাকে তারা সাধারণত খুব গরীব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের ২১ কেজি চাল , ১৩.৩০০ গ্রাম বা ১৪ কেজি গম ও ১ কেজি চিনি দিয়ে থাকেন। সম্প্রতি গম দেওয়া বন্ধ করা হলেও আটা দেওয়া হচ্ছে।
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH)-
এই রেশন কার্ডধারীরা (Ration card) মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্য প্রয়োজন। এরাও প্রতিমাসে পরিবারের সদস্য পিছু ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা পান।
RKSY-1 ও RKSY-2 –
এই দুই রেশন কার্ডের (Ration card) ক্ষেত্রে যে সকল সদস্যদের RKSY-1 রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য কিছু ৫ কেজি করে চাল পান।
RKSY-2 রেশন কার্ড যাদের আছে তারা ২ কেজি করে চাল পাবেন। নিম্ন আয়ের পরিবারগুলি যাতে বিশেষভাবে সুযোগ-সুবিধা পায় তাই এটি করা।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন কার্ড-
এই রেশন কার্ডে (Ration card) বিশেষ একটি ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে পার্বত্য ও জঙ্গলমহল অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয় কারণ এখানে যারা থাকেন, তারা বেশিরভাগ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া ও তারা চা বাগানের শ্রমিক তাই তারা বিশেষ সুবিধা পান।
সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য –
রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে এবং প্রত্যেকটি পরিবারের কাছে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় সেই কারণে রেশন কার্ডগুলিকে (Ration card) শ্রেণীবদ্ধ করছেন এবং সমস্ত প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সাথে পালন করছেন।