Bangla News Dunia, Pallab : বর্তমানে মাসে মাসে ঘরে বসে আয় পেতে চাই না এমন মানুষের সন্ধান পাওয়া যাবে না। তাও আবার নির্ভর যোগ্য সংস্থা যেমন ভারতীয় পোস্ট অফিস থেকে। তবে কিছু নিয়মমাফিক এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারলে আপনি বা আপনার পরিবার ঘরে বসে মাসিক আয় করতে পারবেন। তাহলে দেরি না করে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে এই আয় করা সম্ভব। শেষ পর্যন্ত পড়ুন আরও বিস্তারিত জানতে
আরও পড়ুন : WBSSC SLST ফর্ম Category Update শুরু, দেখুন সহজ উপায়
বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ এমন কোন বিনিয়োগের খোঁজ করেন যা নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং নিয়মিত মাসিক আয়ের নিশ্চয়তা করে থাকে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য হ’য়েঋে, কারণ তারা অধিকাংশ সময় চাকরি থেকে অবসরপ্রাপ্ত এবং নির্দিষ্ট পেনশন বা সঞ্চয়ের উপর নির্ভরশীল হলে থাকে।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (POMIS) কী?
পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS) হল একটি সঞ্চয় প্রকল্প যা ভারত সরকারের পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এখানে এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে, প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ হিসাবে মাসে মাসে নিদিষ্ট আয় পাওয়া যায়।
এই স্কিমটি মূলত তাঁদের জন্য তৈরি, যারা ঝুঁকি ছাড়াই নিশ্চিত মাসিক আয়ের খোঁজে করে থাকেন। প্রবীণ নাগরিক, অবসরপ্রাপ্ত কর্মচারী, গৃহিণী, কিংবা তরুণদের জন্যও এটি একটি কার্যকর সঞ্চয় বিকল্প হিসেবে নিশ্চিত করতে চাই।
২০২৫ সালের সুদের হার ও উপার্জনের হিসাব
জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকে POMIS প্রকল্পে সুদের হার ধরা হয়েছে ৭.৪০ শতাংশ বার্ষিক। এই সুদ প্রতি মাসে কিস্তিতে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে।
মাসিক আয় ক্যালকুলেশন (যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে):
বিনিয়োগের পরিমাণ | বার্ষিক সুদের হার | বার্ষিক সুদ | মাসিক আয় |
---|---|---|---|
₹18,00,000 হয় | 7.40% সুদ | ₹1,33,200 | ₹11,100 |
যদি আপনি যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ সীমা ₹১৮ লক্ষ টাকা বিনিয়োগের পরিমাণ হয়, তাহলে আপনি প্রতি মাসে ₹১১,১০০ পর্যন্ত নির্ধারিত আয় পেতে পারেন প্রতি মাসে।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !