মাসিক মাত্র ₹৮১ খরচে ১১ মাস ভ্যালিডিটি ও একাধিক সুবিধা – দেখুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে মোবাইল রিচার্জের দাম ক্রমাগত বেড়েই চলেছে। তবে এই চড়া দামের বাজারেও রিলায়েন্স জিয়ো এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন , যেটি মাসে খরচ পড়বে মাত্র ₹৮১-এর মতো। শুনে অবাক হচ্ছেন? সত্যিই, জিয়োর এই প্রিপেইড প্ল্যানটি ৩৩৬ দিনের জন্য ভ্যালিড, অর্থাৎ প্রায় ১১ মাস।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

এই প্ল্যানে প্রতিদিন খরচ হবে মাত্র ₹২.৬৬ আর মাসিক খরচ মাত্র ₹৮১ টাকা এবং এর সঙ্গে থাকছে হাইস্পিড ডেটা সুবিধা, আনলিমিটেড কল, ফ্রি এসএমএস ও জিয়োর একাধিক অ্যাপ সুবিধাও — তাও আবার এত কম দামে। যা বর্তমান বাজারে পাওয়া মুশকিল

Jio ₹895 প্ল্যানের হাইলাইটস

বৈশিষ্ট্য বিস্তারিত
প্ল্যান মূল্য ₹895 টাকা
ভ্যালিডিটি ৩৩৬ দিন (প্রায় ১১ মাস)
ডেটা মোট ২৪ GB হাইস্পিড ডেটা (২ GB প্রতি ২৮ দিনে) পাবেব
ভয়েস কল আনলিমিটেড
SMS প্রতি ২৮ দিনে ৫০টি ফ্রি SMS সুবিধা
অ্যাপ সুবিধা JioTV, JioCinema, JioCloud
সীমাবদ্ধতা শুধুমাত্র JioPhone ও JioPhone Prima-এর জন্য

প্ল্যানের ডেটা ডিস্ট্রিবিউশন কেমন?

এই প্ল্যানটি মোট ৩৩৬ দিনের জন্য বৈধ হতে চলেছে, এবং একে ভাগ করা হয়েছে ১২টি ২৮ দিনের চক্রে। প্রতিটি ২৮ দিনের চক্রে আপনি পাবেন ২ GB হাইস্পিড ডেটা ব্যবহার সুবিধা। অর্থাৎ:

  • ১ম চক্র: ২ GB
  • ২য় চক্র: ২ GB
  • ১২তম চক্র: ২ GB

 মোট ডেটা: ২ GB × ১২ = ২৪ GB

তবে মনে রাখবেন: কোনো মাসে যদি ডেটা লিমিট শেষ করে ফেলেন, তাহলে ইন্টারনেটের গতি কমে যাবে এবং অতিরিক্ত ডেটা নিতে হবে। পরবর্তী ২৮ দিন শুরু না হলে নতুন ডেটা পাবেন না।

 ভয়েস কল ও SMS সুবিধা

এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করতে পারবেন ভারতের যেকোনো নম্বরের সঙ্গে।

এছাড়া, প্রতি ২৮ দিনে ৫০টি ফ্রি SMS পাওয়া যাবে।

পরিষেবা পরিমাণ
ভয়েস কল আনলিমিটেড সুবিধা
SMS ৫০টি প্রতি ২৮ দিনে

 

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন