Bangla News Dunia, Pallab : বর্তমানে মোবাইল রিচার্জের দাম ক্রমাগত বেড়েই চলেছে। তবে এই চড়া দামের বাজারেও রিলায়েন্স জিয়ো এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন , যেটি মাসে খরচ পড়বে মাত্র ₹৮১-এর মতো। শুনে অবাক হচ্ছেন? সত্যিই, জিয়োর এই প্রিপেইড প্ল্যানটি ৩৩৬ দিনের জন্য ভ্যালিড, অর্থাৎ প্রায় ১১ মাস।
আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এই প্ল্যানে প্রতিদিন খরচ হবে মাত্র ₹২.৬৬ আর মাসিক খরচ মাত্র ₹৮১ টাকা এবং এর সঙ্গে থাকছে হাইস্পিড ডেটা সুবিধা, আনলিমিটেড কল, ফ্রি এসএমএস ও জিয়োর একাধিক অ্যাপ সুবিধাও — তাও আবার এত কম দামে। যা বর্তমান বাজারে পাওয়া মুশকিল
Jio ₹895 প্ল্যানের হাইলাইটস
বৈশিষ্ট্য | বিস্তারিত |
---|---|
প্ল্যান মূল্য | ₹895 টাকা |
ভ্যালিডিটি | ৩৩৬ দিন (প্রায় ১১ মাস) |
ডেটা | মোট ২৪ GB হাইস্পিড ডেটা (২ GB প্রতি ২৮ দিনে) পাবেব |
ভয়েস কল | আনলিমিটেড |
SMS | প্রতি ২৮ দিনে ৫০টি ফ্রি SMS সুবিধা |
অ্যাপ সুবিধা | JioTV, JioCinema, JioCloud |
সীমাবদ্ধতা | শুধুমাত্র JioPhone ও JioPhone Prima-এর জন্য |
প্ল্যানের ডেটা ডিস্ট্রিবিউশন কেমন?
এই প্ল্যানটি মোট ৩৩৬ দিনের জন্য বৈধ হতে চলেছে, এবং একে ভাগ করা হয়েছে ১২টি ২৮ দিনের চক্রে। প্রতিটি ২৮ দিনের চক্রে আপনি পাবেন ২ GB হাইস্পিড ডেটা ব্যবহার সুবিধা। অর্থাৎ:
- ১ম চক্র: ২ GB
- ২য় চক্র: ২ GB
- …
- ১২তম চক্র: ২ GB
মোট ডেটা: ২ GB × ১২ = ২৪ GB
তবে মনে রাখবেন: কোনো মাসে যদি ডেটা লিমিট শেষ করে ফেলেন, তাহলে ইন্টারনেটের গতি কমে যাবে এবং অতিরিক্ত ডেটা নিতে হবে। পরবর্তী ২৮ দিন শুরু না হলে নতুন ডেটা পাবেন না।
ভয়েস কল ও SMS সুবিধা
এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করতে পারবেন ভারতের যেকোনো নম্বরের সঙ্গে।
এছাড়া, প্রতি ২৮ দিনে ৫০টি ফ্রি SMS পাওয়া যাবে।
পরিষেবা | পরিমাণ |
---|---|
ভয়েস কল | আনলিমিটেড সুবিধা |
SMS | ৫০টি প্রতি ২৮ দিনে |
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR