মাসে কেবল 1000 টাকা বিনিয়োগে অল্প সময়ে কোটিপতি। কিভাবে ? বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অল্প সময়ে দুর্দান্ত রিটার্ন পাওয়ার একটি উপায় এসআইপি ইনভেস্টমেন্ট (SIP Investment). বহু মানুষ রয়েছেন যারা বিনিয়োগ করার আগে বহু ভাবনা চিন্তা করেন। বিশেষ করে, অল্প সময়ে টাকা রেখে ভালো রিটার্ন পাওয়ার আশা করেন, তাঁদের জন্য এসআইপি অত্যন্ত কার্যকরী। মাসে মাত্র এক হাজার টাকা রেখে কোটি টাকার রিটার্ন পাওয়ার স্বপ্ন পূরণ হবে বিশেষভাবে বিনিয়োগ করলে। কিভাবে? আসুন আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

SIP Investment Rules

অল্প সময়ের মধ্যে বেশি রিটার্ন পাওয়ার আশা করলে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হল আপনার জন্য শ্রেষ্ঠ উপায়। যারা যে কোনও পরিস্থিতিতেও বিনিয়োগ চালিয়ে যেতে চান, তাঁরা বিনিয়োগ করতে পারেন SBI Long term Equity Fund-এ। সেই SIP ((Multibagger Fund) থেকে একজন ব্যক্তি মোট ১ কোটিরও বেশি টাকা রিটার্ন পেতে পারেন। তথ্য বলছে, গত ১৯৯৩ সালের ৩১ মার্চ এই ফান্ড বাজারে এসেছিল। তবে প্রথমে এই ফান্ড ছিল মূলত ডিভিডেন্ড অপশনে।

১০০০ টাকা বিনিয়োগ করে এক কোটি!

বহু মানুষ আছেন যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে চিন্তাভাবনা করেন। কারণ মিউচুয়াল ফান্ড ঝুঁকিপূর্ণ। তবে এখান থেকেই বিরাট রিটার্ন পাওয়া যায়। আপনি যদি বুদ্ধি করে এখানে টাকা বিনিয়োগ করেন, তাহলে কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। সঠিকভাবে ইনভেস্ট করে বাজার থেকে মোটা অংকের রিটার্ন তুলতে পারেন আপনিও। এখন দেখে নিন তার পুরো হিসেব।

হিসেব বলছে, ৩২ বছরে এই ফান্ডে যদি আপনি ১০ হাজার টাকার এসআইপি করেন তাহলে এর থেকে রিটার্ন মিলত প্রায় ১৪.৪ কোটি টাকা। যদি আপনি মাসে ১ হাজার টাকার এসআইপি করেন তাহলে রিটার্ন আসবে ১.৪ কোটি টাকা। এভাবেই কোটিপতি হবেন আপনিও। যেটিতে থাকছে তিন বছরের লক ইন পিরিয়ড। এই ফান্ডটিতে আছে মোট ১৭.৯৪% CAGR. ৫ বছরে বার্ষিক ২৪.৩১% হারে রিটার্ন দিয়েছে এই ফান্ডটি। ৩২ বছর ধরে অপেক্ষা করলে একজন ব্যক্তি এখান থেকেই পাবেন ১.৪ কোটি টাকা।

উপসংহার: অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখবেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। তাই নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন। কোথায় কত টাকা ইনভেস্ট করবেন তার হিসেব আগে থেকে করে নেবেন। সম্পূর্ণ ডিটেলস দেখে তবেই বিনিয়োগ করা শ্রেয়।

আরও পড়ুন:- 111 বছর ধরে দায়ের হয়নি কোনও মামলা ! জানুন দেশের শান্তিপূর্ণ গ্রামটি কোথায় ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন