Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাসে ৬০ হাজার টাকা পেনশন ! কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তৈরী ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করলে ৬০ বছর বয়সে অবসরকালীন সময়ে প্রতি মাসে প্রায় ৬০ হাজারেরও বেশি টাকা পেতে পারেন গ্রাহক। আশ্চর্য লাগলে সত্যি ! কেন্দ্রীয় সূত্রে খবর, দেশে এখন যে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে সেটা এবার গ্রাহকদের জন্য নতুনভাবে গঠিত হবে। উলেখ্য ২০০৯ সালের ১লা মার্চ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের জন্য NPF স্কিম লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই স্কিমের প্রায় ২ কোটি গ্রাহক রয়েছেন।
ধরুন নতুন NPF প্রকল্পে আবেদনকারী ব্যক্তির বয়স যদি ২৫ বছর হয় ও তিনি যদি প্রতিমাসে ৫০০০ টাকা করে এই পেনশন স্কিমে বিনিয়োগ করেন তাহলে ৬০ বছর বয়সের পর তিনি ৬০ হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন।
হিসাব বলছে এই স্কীমে বিনিয়োগকারী ব্যক্তি তার ২৫ বছর বয়স থেকে থেকে 60 বছর বয়স পর্যন্ত বছরের হিসাবে মোট ২১ লক্ষ টাকা লগ্নি করলে সেটাতে ৮% সুদের হারে ১.১৫ কোটি টাকা পাবেন। এর মধ্যে ৮০ শতাংশ অর্থ অর্থাৎ ৯৩ লক্ষ টাকা তার পেনশন খাতে যাবে। তার উপর ৮ শতাংশ স্কিম ইন্টারেস্টে প্রতিমাসে ৬১ হাজারের কাছাকাছি পেনশন পাওয়া যাবে। বাকি ২০ শতাংশ অর্থাৎ ২৩ লক্ষ টাকা ম্যাচুরিটি হওয়ার সাথে সাথেই নগদ হাতে পেয়ে যাবেন আবেদনকারী।
আরো পড়ুন :- LIC-র নিয়ে এলো নয়া পলিসি ! যাতে টাকা রেখেই লাভবান হবেন
প্রসঙ্গত আপনি যদি মাঝপথেই প্রকল্প থেকে বেরিয়ে যান অথবা আপনার বয়স ৬০ বছর হলে তাহলে বিনিয়োগের মোট লগ্নির ২০% অর্থ তুলে নিতে পারেন। বাকি ৮০ শতাংশ অর্থ দিয়ে তাকে অবশ্যই পেনশন নিয়ামক সংস্থার দ্বারা নির্ধারিত কয়েকটি জীবন বিমান সংস্থা থেকে পেনশন পাবেন।
Highlights
1. মাসে ৬০ হাজার টাকা পেনশন !
2. জীবন বিমান সংস্থা থেকে পেনশন পাবেন
#NPF #PENSION