“মাস শেষের আগেই পকেটে টান” , ৮০% ভারতীয় কর্মচারীর করুন দশা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাংলায় একটা চালু প্রবাদ আছে। ভাঁড়ে মা ভবানী। মাস শেষের আগে ৮০% ভারতীয় কর্মচারীদের অবস্থা খারাপ হয়। মাইনে ফুরিয়েছে মাস শেষের আগে। একটি সমীক্ষার মতে ৩৪% কর্মচারীরা মাস শেষের আগেই তাঁদের পারিশ্রমিক খরচ করে ফেলেন। কেবলমাত্র ১৩% কর্মচারী কিংবা নাগরিকরাই সম্পূর্ণ পারিশ্রমিক সমেত মাস শেষ করতে পারেন।

সমীক্ষা জানাচ্ছে, বর্তমান যুগে বেড়ে গিয়েছে ভালোভাবে বেঁচে থাকার খরচ। বাড়ছে বাড়ি ভাড়া বা বাড়ি কেনার খরচ। পাশাপাশি আছে বিদ্যুতের বিল। কিন্তু এগুলির পাশাপাশি আছে অপর একটি জিনিস হল লাইফস্টাইলের খরচ। এমন নয় যে রোজগার-মাফিক জীবনযাত্রার খরচ আগে ছিল না৷ অনেকেই নিজের রোজগারের টাকা অনুযায়ী শখ-শৌখিনতা অনুশীলন করে থাকতেন। কিন্তু তা মূলত সামর্থ্যের নিরিখে। বর্তমানে জীবনযাত্রার পিছনে খরচ কার্যত প্রাধান্যের জায়গা পেয়েছে। তা সামর্থ্য ছাপিয়ে যাচ্ছে।

avilo home

তাই ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে জামাকাপড় কিংবা জুতো সব কিছুতেই খুঁটিনাটি প্রযোজ্য তাঁদের। আর তার ফলেই কখনও নিজের মাইনে ছাপিয়ে যায় খরচ। মাথায় এসে পড়ে খারাপ ঋণের বোঝা। EMI, হোম লোনের চাপে কার্যত মাথা খারাপের জোগাড় হয় নাগরিকদের। তাই মাস ফুরানোর আগেই পারিশ্রমিকের টাকা ফুরিয়ে যায়।

সার্ভের তথ্য অনুযায়ী প্রায় ৭৫% কর্মচারী জানিয়েছেন তাঁদের মাসিক রোজগার তাঁদের খরচ চালানোর জন্য জন্য যথেষ্ট নয়। অনেকেকেই নিজের চাকরি ছাড়াও অন্য আর্থিক কাজকর্মের দিকে ঝুঁকতে হয়ে থাকে। অনেকে কম স্যালারির দিকেও আঙুল তুলেছেন অনেকে। সার্ভে অনুযায়ী প্রায় ৬০% নাগরিকের রোজগার প্রায় ১ লাখ টাকার বেশি। তারপরেও মাস চালাতে মুশকিলে পড়েন তাঁরা।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন