মায়ের পুজোর দিন পালন করুন এই মহা টোটকা , ভাগ্যের চাকা ঘুরবেই

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কালীপুজোর রাতে কালীপুজোর পাশাপাশি অনেক গৃহস্থ বাড়িতে লক্ষ্মীপুজোও হয়ে থাকে। একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। এছাড়া অবাঙালিরা দিওয়ালিতে লক্ষ্মী-গণেশের পুজো তো করে থাকেনই। হিন্দু ধর্মমতে অত্যন্ত পবিত্র এই দিনে পরিবারে সৌভাগ্য বৃদ্ধি করতে কিছু নিয়ম পালন করতে পারেন।

অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে মহাকাল। আর সেই মহাকালের শক্তি কালী। দশমহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা। অনন্তকালে সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী। তবে চলুন মায়ের পুজোর দিন কি করবেন আর কি করবেন না দেখে নেওয়া যাক।

niladri misra

১. এই কালী পুজার দিন সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।

২. পুজোর ঘরে চামড়ার ব্যাগ বা চামড়া দিয়ে তৈরি কোনও জিনিস ঢোকানো যাবে না। এতে পুজোর ঘর অপবিত্র হয়ে যায় বলে মনে করা হয়।

৩.  এই কালী পুজার যারা উপবাস করেন , তারা পূজার পরের দিন ব্রাহ্মণ ভোজন করান , তাতে ফল খুব ভাল পাবেন।

আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন

৪. এই পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ  ঠাকুর ঘরের আসনে জ্বালিয়ে রাখুন, খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায় অথাৎ মাঝে মাঝে ঘি ঢালবেন।

৫. এই পুজোর দিন কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল , একটি গোটা নারকেল , ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন। তবে অবশই আপনার সাধ্য মতো।

৬. এই কালী পুজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বালুন।

৭. এই কালী পুজার দিন কোনও মন্দিরে একটি খাড়া দান করুন।

আরো পড়ুন :- ভাগ্য পরিবর্তন করতে বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে করুন এই কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন