Bangla News Dunia, Pallab : সকালে আবেদন, বিকেলেই জামিন! বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুকথা বলার ঘটনায় সোমবার বোলপুর মহকুমা আদালতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অবশেষে এদিন বিকেলেই তাঁর আবেদন মঞ্জুর করেন বিচারক।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
এদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর হয়। আদালত সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন কেষ্ট। এ প্রসঙ্গে, অনুব্রতর আইনজীবী নুপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ আমার মক্কেল আদালতে হাজিরা দিলেন। আদালত জামিন মঞ্জুর করেছে। কোর্ট কোনও শর্ত দেয়নি। আসলে উনি তো অসুস্থ-তারপর বয়স্ক। সেই শর্তেই জামিন পেয়েছে। আমরা কোর্টের কাছে জামিন পেয়েছিলাম। এর বেশি কিছু বলব না।’
উল্লেখ্য, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল। এই ঘটনার পর অনুব্রতকে নোটিশ পাঠায় পুলিশ। দু’বার পুলিশি হাজিরা এড়িয়ে যাওয়ার পর বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি। এই সব বিতর্কের তিন মাস পর অবশেষে পুলিশকে গালিগালাজের ঘটনায় জামিন পেলেন কেষ্ট।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?