Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- প্রতিটি মানুষই চায় মা লক্ষী তার সহায় হোক। সেই মতে প্রায় প্রতিটি বাড়িতে প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষীর পুজো করা হয়। তবে যদি সঠিক নিয়ম মেনে মা লক্ষীর পুজো করা যায় তবে খুবই সহজে মায়ের আশীর্বাদ পাওয়া যায়।
তিনি যদি তার আরাধনায় সন্তুষ্ট হন তবে বাড়িতে কোনো রকম আর্থিক অভাব থাকেনা। তবে মা লক্ষী চঞ্চল প্রকৃতির তাই মাকে বিশেষ নিয়মে ধরে রাখা দরকার। এখানে মা ধরে রাখতে মা কিসে সন্তুষ্ট হবেন তা বলা হলো –
আরো পড়ুন :- আপনি কি মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েন ? দেখুন মুক্তির উপায়
১. সুপারি :- মায়ের পুজোয় সুপারি অবস্যই ব্যবহার করতে হবে। মায়ের সামনে একটি পান পাতায় সুপারি দিলে মা সন্তুষ্ট হন।
২. পান :- হিন্দু মতে সকল পুজোতেই পান পাতা ব্যবহার করা হয়। তবে নারায়ণ ও লক্ষীর পুজোতে পান পাতা ব্যবহার অনিবার্য। এই পান পাতা ব্যবহার করলে মা খুবই সন্তুষ্ট হন।
৩. আম পাতা :- প্রতি বৃহস্পতিবার মায়ের ঘটে আমপাতা প্রদান করতে হবে। আর প্রতি সপ্তায় ওই আমপাতা ফেলে নতুন আমপাতা দিয়ে পুজো করতে হবে। আর এই ঘট সারা সপ্তাহ ধরে পুজো করতে হবে।
৪. কলা পাতা :- মা লক্ষী কলা পাতা খুবই পছন্দ করেন। মায়ের পুজোর নৈবিদ্যি কলা পাতায় দিন। ফলে মা ওই বাড়িতে সারা জীবন অধিষ্টিত হন।
৫. দূর্বা :- মা লক্ষীকে সন্তুষ্ট করতে পুজোতে দূর্বা ব্যবহার করুন।
৬. বেল পাতা :- মা লক্ষীর বেল পাতা অত্যান্ত প্রিয়। তাই মায়ের পুজোতে বেল পাতা অর্পণ করুন মা সন্তুষ্ট হবেন। তবে দেখবেন যাতে পাতা তিনটি যেনো নিখুঁত হয়।
আরো পড়ুন :- বাড়ির এই জিনিস গুলো সঠিক জায়গায় রাখুন , নয়তো মারাত্মক ক্ষতি হতে পারে।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)