Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- মা লক্ষ্মীকে বলা হয় ধন সম্পদের দেবী। তিনি রুষ্ট হলে মানুষের উপর দুর্যোগের পাহাড় নেমে আসে। মানুষ দরিদ্র হতে সময় লাগে না। যদিও জ্যোতিষ শাস্ত্রে এমন কথা বলা হয়েছে যা দেবী লক্ষ্মীকে খুশি করে, এমন কিছু কাজ রয়েছে যা দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। আসুন জেনে নেওয়া যাক সেই কাজ গুলো কী যা করলে কখনও ঘরে লক্ষ্মী থাকেন না।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
১. বাড়িতে মানুষ সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন, মা লক্ষ্মী কখনও এই ধরনের লোকদের উপর আশীর্বাদ বর্ষণ করেন না। সন্ধ্যায় ঘুমানো লোকদের পছন্দ করেন না।
২. মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। মা লক্ষ্মী কখনই সেই বাড়িতে যান না যেখানে নোংরা আবর্জনা থাকে।
৩. যারা খাবার নষ্ট করেন তাদের প্রতিও মা লক্ষ্মী রাগান্বিত হন। খাবার নষ্ট করা মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর অপমান।
৪. যে সব বাড়িতে সন্ধ্যায় পুজোর ঘরে প্রদীপ জ্বালানো হয় না, দেবী লক্ষ্মী সেখানে কখনও বাস করেন না।
৫. যেসব বাড়িতে রাতে এঁঠো বাসন রাখা হয় সেখানেও লক্ষ্মী আসেন না। যারা রাতে এঁঠো বাসন রাখেন তাদের ঘরে মা লক্ষ্মী কখনই থাকেন না। ফলে এই কাজ গুলো থেকে বিরত থাকুন।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)