Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- সকলেই চায় তার ও তার পরিবারের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। তাই মা লক্ষ্মীকে নিজের ঘরে সর্বদা বেঁধে রাখতে কে না চায়। যে ঘরে মা লক্ষ্মীর বাস, সেই ঘরে সব সময় সুখ শান্তি বিরাজ করে। লক্ষ্মীদেবী সন্তুষ্ট থাকলে অর্থের বর্ষা হয় এটা তো আমরা সকলেই জানি। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে বসি বা এমন কিছু বদভ্যাস আমাদের রয়েছে যা দ্রুত ত্যাগ না করতে পারলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং যার ফলে জীবনে খুবই সমস্যার সৃষ্টি হয়। তবে এখন প্রশ্ন আমাদের কোন অভ্যাস ত্যাগ করা উচিত ? তবে চলুন সেই সমন্ধে আপনাদের জানানো যাক —
আরো পড়ুন :- এই ৩ রাশির কুণ্ডলীতে তৈরী হয়েছে মহাপুরুষ রাজযোগ, আগামী ৯০ দিন সাফল্যের শীর্ষে থাকবেন এরা
অহঙ্কার :- অনেক মানুষের অনেক রকমের অহঙ্কার থেকে থাকে। কারো রূপের অহঙ্কার , কারো গুনের অহঙ্কার, কারো অর্থের অহঙ্কার। আর এই অহঙ্কার মানুষের জীবনকে একেবারে শেষ করে দিতে পারে। কাউকে অহঙ্কার দেখানো মানেই নিজেকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। বিশেষ করে অর্থের অহঙ্কার করা খুবই খারাপ। শুধু অর্থ নয় যেকোনো অহঙ্কার করাই খুবই খারাপ। অর্থের অহঙ্কার লক্ষ্মীদেবী একেবারেই সহ্য করতে পারেন না। কথায় আছে অহঙ্কার পতনের মূল।
হিংসা :- এই হিংসা খুবই খারাপ জিনিস আমরা সকলেই জানি। কখনও ভুলেও অপরের প্রতি হিংসা করতে নেই। সর্বদা অন্যের উন্নতি দেখে বা অন্যের যে কোনো ভালো কাজে হিংসা করা খুবই খারাপ। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং জীবনে নেমে আসে চরম দুর্গতি। এই অভ্যাস যদি থাকে তবে তা দ্রুত ত্যাগ করা উচিত।
রাতে দই খাওয়া :- দই খাওয়া আমাদের সাস্থের জন্য খুবই ভাল। অনেক ক্ষেত্রে দইয়ের ব্যবহার শুভ বলে মানা হয়। এমনকি পুজোতেও দই ব্যবহার করা হয়। কিন্তু রাতে দই খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে মহিলাদের। এতে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়।
আরো পড়ুন :- শ্রাবন মাসের যে কোনো বৃহস্পতিবারে অর্থকষ্ট দূর করুন এই ভাবে
অপরিষ্কার :- পরিষ্কার জাগাতেই মা লক্ষ্মীর বাস। অপরিষ্কার থাকা মা লক্ষ্মীর খুবই অপ্রিয়। যেখানে ময়লা সেখানে মা লক্ষ্মী এক মুহূর্ত বাস করেন না। তাই ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরই সাথে নিজেকেও পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।
আরো পড়ুন :- অর্থকষ্ট দূর করতে শিবের অভিষেক করান এই ভাবে, পাবেন মুক্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )