Bangla News Dunia, Pallab : মিড-ডে মিলে (Mid-Day Meal) বরাদ্দ বৃদ্ধির দাবি ছিলই। সেইমতো বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র (Central Government)। পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন
জানা গিয়েছে, প্রাথমিক মাথা পিছু ৫৯ পয়সা এবং এবং উচ্চপ্রাথমিকে ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ১ মে থেকে নয়া নির্দেশ কার্যকর হবে। এনিয়ে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এই নামমাত্র বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহলের একাংশ। তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধির কোনও প্রভাবই পড়বে না। স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য বিতরণই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিন্তু নামমাত্র বরাদ্দ বৃদ্ধি করে আসলে প্রকল্পের মূল্য উদ্দেশ্য থেকে সরে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্ট মহলের। কারণ তাতে আদতে শিশুদের কোনও লাভই হবে না।
এর আগে গত নভেম্বরে প্রাথমিকে মাথাপিছু ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা করে বাড়িয়েছিল কেন্দ্র। তার আগে ২০২২ সালে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে হয়েছিল ৮.১৭ টাকা।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে