মিনিমাম ব্যালেন্স না রাখলেও কাটবে না টাকা , বিরাট সুখবর শোনাল পাঁচ ব্যাঙ্ক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ব্যাংকে টাকা না রাখলেও এবার আর কাটবে না জরিমানা। সেভিংস অ্যাকাউন্ট খুলতে যারা ভয় পেতেন, তাদের জন্য সুখবর। মিনিমাম ব্যালেন্সের (Minimum Balance) নিয়মে উঠে গিয়েছে এবার। কারণ পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নতুন নিয়ম ঘোষণা করেছে, যেখানে মাসিক গড় ব্যালেন্স বজায় না রাখলে আর কোনোরকম জরিমানা দিতে হবে না। 

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

আর এবার এই তালিকায় উঠে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানারা ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এক কথায় এই পাঁচটি বড় বড় ব্যাংক গ্রাহকদের জন্য এবার বিরাট স্বস্তির খবর ঘোষণা করেছে।

আগে কী নিয়ম ছিল?

আগে প্রত্যেক সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হত। আর এক একটি ব্যাংকে এই পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল। যেমন কিছু কিছু ব্যাংকে ৫০০ টাকা, কিছু কিছু ব্যাংকে ১০০০ টাকা, আবার ৩০০০ টাকা পর্যন্ত রাখতে হতো। আর গড় ব্যালেন্স না রাখলে প্রতি মাসে ৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত জরিমানা কাটা যেত। এর ফলে অনেক গ্রাহক অজান্তে টাকা খোয়াতেন।

এখন কি বদল আসল?

ব্যাংকগুলি এবার একাধিক সাধারণ সেভিং স্কিম থেকে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা টুলে নিল। যদি গ্রাহক নূন্যতম ব্যালেন্স বজায় নাও রাখেন, তাহলেও কোনোরকম জরিমানা কাটা হবে না বলে জানানো হয়েছে। আর এই নিয়ম ইতিমধ্যে চলতি বছর থেকে চালু হয়ে গিয়েছে বলে খবর।

ব্যাংকের সূত্র মারফৎ জানানো হয়েছে, এতে করে ছাত্র-ছাত্রী বা প্রবীণ নাগরিক কিংবা নিম্নবিত্ত মানুষরা বা যারা স্বল্প পরিমাণ সঞ্চয় করতে চান, তাদের প্রচুর উপকার হবে এবং অযথা তাদের ঝামেলা পোহাতে হবে না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন