মিলল রাষ্ট্রপতির সম্মতি ! সইয়ের পরই আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল

By Bangla News Dunia Dinesh

Published on:

Draupadi Murmu

Bangla News Dunia ,Pallab : বিতর্কের মধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। এবার মিলল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সম্মতি। শনিবার রাতেই রাষ্ট্রপতি ওয়াকফ সংশোধনী বিলে সই করেন। ফলে সংসদে পাশ হওয়া বিলটি এবার আইনে (Law) পরিণত হল।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

গত বুধবার লোকসভায় (Lok Sabha) পেশ করা হয়েছিল বিলটি। সেখানে সরকার ও বিরোধীদের ম্যারাথন বিতর্কের পর গভীর রাতে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে পড়েছিল ২৮৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ২৩২টি ভোট। এরপর রাজ্যসভাতেও (Rajya Sabha) তুমুল বিতর্ক চলার পর বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয়েছিল বিলটি। ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ১২৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ৯৫টি ভোট। উভয় কক্ষেই পাশ হওয়ার পর অনুমোদনের জন্য বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। আর শনিবার রাতেই মিলে যায় অনুমোদন। ফলে রাষ্ট্রপতি সই করতেই আইনে পরিণত হয়েছে ওই বিল। এবার কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করলেই, সেই তারিখ থেকে কার্যকর হবে নতুন এই আইন।

যদিও ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলেও প্রথম থেকেই এর তীব্র বিরোধীতা করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। বিরোধী দলগুলি নতুন এই আইনের সমালোচনা করে এটিকে অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেছে। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, এটি কোনও মুসলিম-বিরোধী পদক্ষেপ নয়। নতুন আইনটি ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতার জন্যই আনা হয়েছে। নয়া আইন অনুযায়ী, কোনও জমি ওয়াকফ সম্পত্তি কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এমনকি ওয়াকফ বোর্ডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারেরও। ইতিমধ্যেই নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস, এআইএমআইএম এবং এএপি সহ বিরোধী দলের কিছু নেতা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন