Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জল্পনা ছিল ৷ এবার সত্যি হল ৷ কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে টম ক্রুজ এবং প্যারামাউন্টের ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রথম দিকে এই খবরের নিশ্চয়তা ছিল না ৷ পরবর্তী সময়ে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷
কান ফিল্ম ফেস্টিভ্যাল
চলতি বছর 13 মে শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ 14 তারিখ এই সিনেমা আউট অফ কম্পিটিশন বিভাগে দেখানো হবে ৷ রেড কার্পেটে হাঁটবেন পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, অভিনেতা টম ক্রুজ-সহ সিনেমার কলাকুশলীরা ৷ সোমবার অর্থাৎ 7 এপ্রিল এই ছবির ট্রেলার আসে সোশাল মিডিয়ায় ৷ অ্যাকশনে ভরপুর স্পাই থ্রিলার ছবি পরিচালনার পাশাপাশি এরিক জেন্ড্রেসনের সঙ্গে স্ক্রিনপ্লে লিখেছেন পরিচালক ক্রিস্টোফার ৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল চলবে 24 মে পর্যন্ত ৷
নতুন এই ট্রেলারে আরও ভয়ঙ্কর স্ট্যান্ট নিয়ে হাজির মহিলা অনুরাগীদের হার্টথ্রব টম ক্রুজ ৷ ইথান হান্ট চরিত্রে তিনি ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’-এ দর্শকদের কাবু করতে প্রস্তুত ৷ তবে মিশন : ইম্পসিবল সিরিজের এটাই হতে চলেছে শেষ সিনেমা ৷ 1996 সালে টম ক্রুজকে প্রথম দেখা যায় এই ছবিতে ৷ তারপর দেখতে দেখতে তৈরি হয়েছে সাতটি ভাগ ৷ অষ্টমভাগেই শেষ হবে এথানের সফর ৷
সিনেমার সারসংক্ষেপ
‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং’-এ, ইথান ‘দ্য এন্টিটি’ নামে পরিচিত শক্তিশালী এআই প্রোগ্রাম ধ্বংস করার লক্ষ্যে নতুন মিশনে যাচ্ছে ৷ এআই প্রোগ্রামের সাহায্যে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ বন্ধ করতে নতুন লড়াই শুরু ইথানের ৷ সিনেপর্দায় দেখা যাবে আন্ডারওয়াটার সাবমেরিন সিকোয়েন্স ও প্ল্যানের মধ্যে দুর্ধর্ষ অ্যাকশন ৷ অন্তিমে কী বেঁচে থাকবে ইথান নাকি সিরিজের সঙ্গে তাঁকেও মৃত দেখানো হবে, তা জানতে হলে 23 মে যেতে হবে প্রেক্ষাগৃহে ৷
সিনেমায় অন্যান্য কলাকুশলী
বেনজি ডান চরিত্রে সিমন পেগ, লুথার স্ট্রিকেল চরিত্রে ভিং র্যামস, অ্যালানা মিটসোপোলিস চরিত্রে ভেনেসা কিরবি, গ্রেস চরিত্রে হেইলি অ্যাটওয়েল, গ্যাব্রিয়েল চরিত্রে এসাই মোরালেস, জ্যাসপার ব্রিগস চরিত্রে শিয়া উইঘাম, ডেগাস চরিত্রে গ্রেগ টারজান ডেভিস (ডেগাস) ও পম ক্লেমেন্টিফকে দেখা যাবে অ্যাসাসন প্যারিসের চরিত্রে ৷
‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোগ ‘টেড ল্যাসো’ তারকা হান্না ওয়াডিংহাম, নিক অফারম্যান, লুসি তুলুগারজুক, কেটি ও’ব্রায়ান, ট্রামেল টিলম্যান এবং স্টিফেন ওয়ং। প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 23 মে ৷
আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন