মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস সলমনের ‘সিকান্দার’, কিভাবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঈদের আগে রবিবার মুক্তি পেল অ্যাকশন থ্রিলার ছবি ‘সিকান্দার’ । ছবিটি দেখতে দর্শকরা ইতিমধ্যে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন । তবে এরই মধ্যে বড় ধাক্কা খেলেন ‘সিকান্দার’ ছবির নির্মাতারা । কারণ ছবিটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফুল এইচডিতে ফাঁস হয়ে গিয়েছে সলমন খান ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি ।

অনলাইনে ছবি ফাঁস রুখতে পাইরেসি বিরোধী কঠোর আইন প্রয়োগ করা হয়, তা সত্ত্বেও বেআইনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি বলিউডের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে । তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মজিলা এবং টেলিগ্রাম গ্রুপের মতো অনেক প্ল্যাটফর্মে পুরো ছবিটি মিলছে । এই প্ল্যাটফর্মগুলিতে অবৈধভাবে স্ট্রিমিং লিঙ্কগুলির মাধ্যমে ছবিটি দেখা যাচ্ছে । এর প্রভাব পড়তে পারে ছবিটির বক্স অফিস কালেকশনে ।

বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা ‘সিকান্দার’ ছবি ফাঁসের তীব্র নিন্দা করেছেন । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এই নিয়ে লিখেছেন, “যে কোনও প্রযোজকের জন্য এটি দুঃস্বপ্ন । প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস হয়ে যাচ্ছে ছবি । দুর্ভাগ্যবশত শনিবার সন্ধ্যায় সাজিদ নাদিয়াদওয়ালার ‘সিকান্দার’ ছবির সঙ্গে এটি ঘটেছে, যা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ।” পোস্টটিতে আরও লেখা হয়েছে, “নির্মাতারা গতরাতেই 600টি সাইট থেকে কর্তৃপক্ষকে ছবিটি সরাতে বলে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে । এটা একটি নিন্দনীয় কাজ, যার জন্য সলমন অভিনীত ছবির প্রযোজককে চড়া মূল্য দিতে হতে পারে ।”

আরও পড়ুন:- তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন

অন্যদিকে, ‘সিকান্দার’ ছবি ফাঁসের কারণে সলমন খানের ভক্তরাও ক্ষুব্ধ । সোশাল মিডিয়ায় ভক্তরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন । একজন ব্যবহারকারী লিখেছেন, “সিকান্দারের এইচডি প্রিন্ট অফিশিয়াল রিলিজের পাঁচ ঘণ্টা আগে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ।” আর একজন ব্যবহারকারী লিখেছেন, “পাইরেসি নিয়ে সরকারের কিছু করা উচিত ।” অন্য একজন আবার লিখেছেন, “এটি বন্ধ করা উচিত অন্যথায় প্রতিটি চলচ্চিত্র পাইরেসির কারণে প্রভাবিত হবে ।”

পাইরেসি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অন্যতম উদ্বেগের কারণ ৷ এটি একটি চলচ্চিত্রের বক্স অফিসকে ব্যাপকভাবে প্রভাবিত করে ৷ বিশেষ করে যখন একটি চলচ্চিত্র বড় আকারে তৈরি হয় ।

তবে এরই মাঝে একজন ভাইজান ভক্ত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন ৷ যিনি সিকান্দার ছবির 1 লক্ষ 72 হাজার টাকার টিকিট কিনেছেন এবং সিকান্দারকে দেখতে আসা দর্শকদের মধ্যে তিনি এসব টিকিট বিতরণ করেন । এই ভক্তের নাম কুলদীপ সিং কাসওয়াই ৷ তিনি রাজস্থানের ঝুমরুর বাসিন্দা ৷ যিনি সিকান্দার ছবির প্রথম দিনের প্রথম শোয়ের জন্য 817টি টিকিট কিনেছেন । যদিও তিনি এটি প্রথমবার করেননি ৷ কুলদীপের দাবি, তিনি সলমন খানের অনেক ছবির ক্ষেত্রেই এটি করছেন ৷

 

উল্লেখ্য, ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছেন নাদিয়াদওয়ালা অ্যান্ড গ্র্যান্ডসনস এবং সলমন খান ফিল্মস । সলমন খান এবং রশ্মিকা মান্দানা ছাড়াও অ্যাকশন-থ্রিলারটিতে অভিনয় করেছেন অঞ্জিনী ধাওয়ান, কাজল আগরওয়াল, সত্যরাজ এবং শরমন জোশী ।

আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস

আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন