আর কোনো রাখঢাক নয়। আর কোনো বাড়তি সময়ও নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যে টানাপোড়েন চলছিল, তার আজ চূড়ান্ত ইতি টানল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এবার বাংলাদেশের নাম কেটে দিয়ে টুর্নামেন্টের তালিকায় তুলে নিল স্কটল্যান্ডকে। এ দিন আইসিসি নিজস্ব এক্স হ্যান্ডেলে এ তথ্য জানান।
প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ।বারবারই বাংলাদেশ নিজেদের নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে খেলতে না আসার কথা আইসিসি কে জানালে আইসিসি ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য। তবে ২৪ ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে।
এই জবাবের পর আর আলোচনা বাড়ায়নি আইসিসি। শুক্রবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে হওয়া এক বৈঠকেই কার্যত সিলমোহর পড়ে যায় । বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
ফলে বিশ্বকাপে দোরগোড়ায় এসেও ছিটকে গেল বাংলাদেশ। অন্যদিকে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে খেলতে চলছে স্কটল্যান্ড।














