মুখের কালো ছোপ দূর করুন ঘরোয়া উপায়ে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মুখের কালো ছোপ দূর করুন ঘরোয়া উপায়ে ! অনেকের মুখেই কালো ছোপ একটা বড়ো সমস্যা। বিশেষত মহিলাদের ক্ষেত্রে বেশি। আপনি এই সামান্য সমস্যাতে চিন্তায় আছেন ? সামান্য কারণে করবেন কেন ? আপনার মুখের কালো ছোপকে মাত্র এক সপ্তাহে দূর করার কয়েকটি ঘরোয়া উপায় আছে।

এক নজরে ঘরোয়া উপায় গুলি —–

১. পাতিলেবুর রস আপনার ত্বকের কালো ছোপ দূর করার দারুন উপায় হতে পারে। আপনি নিয়মিত তুলোয় করে ফ্রেশ পাতিলেবুর রস নিয়ে মুখের ওই কালো ছোপে লাগান। তারপর মিনিট কুড়ি রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখের কালো ছোপ কেমন হালকা যাবে।

২. আপনি নিয়মিত অ্যালোভেরা পাতা থেকে কিছু জেলি বের করে আপনার ত্বকের কালো ছোপে লাগান। রোজ ভালো করে লাগান। এরপর ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন তাড়াতাড়ি কমে যাবে।

৩. আপনি এই উপায়ে কয়েক চামচ বাটার মিল্ক ও ২ চামচ টোম্যাটোর রস একসাথে মিশিয়ে তুলোয় করে মুখে মাখুন। কয়েক মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়ম করে এটি করুন।

আরো পড়ুন :- অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর কারণ ! চাঞ্চল্যকর দাবি গবেষণায়

৪. আপনি কাঁচা হলুদ, দুধ ও লেবুর রস দিয়ে একটা লেই তৈরি করে মুখে রোজ লাগান। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন এক সপ্তাহে ছোপ কমে যাবে।

৫. আপনি পাকা পেঁপে ও দুধ মিশিয়ে লেই বানিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখেবেন কমে যাবে।

তাহলে আর দেরি কেন ? মুখের কালো ছোপ দূর করার সহজ উপায় মেনে ।

Highlights

1. মুখের কালো ছোপ দূর করুন ঘরোয়া উপায়ে !

2. তাহলে আর দেরি কেন ?

#Face #Health #Life #Style #Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন