মুখে ব্রণর সমস্যায় জেরবার ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia, Pallab : যৌবন কালে বিশেষতঃ যাহাদের রক্তাল্পতা, কোষ্ঠবদ্ধতা ও থাইরয়েড ( শ্বাসনালী ঊর্ধ্বাংশে কণ্ঠদেশের তরুণাস্থি মধ্যে অবস্থিত ) গ্রন্থির দুর্বলতা বশতঃ চর্মের দুর্বলতা জন্মে তাহাদের অথবা যুবতীগণের ঋতুসম্বন্ধীয় পীড়াদিবশতঃ সেবেসাস ( চর্মের নিম্নস্তরে অবস্থিত চর্বি ক্ষরণকারী ) গ্রন্থিসমূহ প্রদাহাম্বিত হইয়া মুখমণ্ডল, কপাল, নাসিকা, গণ্ডস্থল, প্রভৃতি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র ফুস্কুড়ি বা ব্রণ জন্মে । এই ব্রণ টিপিলে তন্মধ্য হইতে সূক্ষ্ম ভাতের ন্যায় সরু ও লম্বা একপ্রকার পদার্থ বাহির হয় । যাহারা অধিক মদ্যপান করে তাহাদেরও এইরূপ একনি হইতে দেখা যায় । ইহাদিগকে একনি সিমপ্লেক্স বা ভাল্গারিস বলে ।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

চিকিৎসা > যাহাতে কোষ্ঠ পরিষ্কার থাকে তদ্রূপ আহারাদি করিতে হইবে । অধিক শ্বেতসার ও মিষ্টদ্রব্য ভোজন এবং স্নো, পাউডার, ক্রিম, প্রভৃতি প্রসাধন দ্রব্য বর্জন করা উচিৎ ।

ঔষধাবলী > নিন্মে মুখ-ব্রণের কতকগুলি প্রয়োজনীয় ঔষধের লক্ষণাবলীর সংক্ষিপ্ত-সার প্রদত্ত হইল ।

অ্যান্টিম ক্রুড ( Antim Crud ) : – মদ্যপায়ীদিগের একনি ; পাকাশয়িক বিকার, পিপাসা, শ্বেত-লেপাবৃত স্থুল জিহবা

অ্যান্টিম টার্ট ( Antim Tart ) : – দুরারোগ্য একনি, বিশেষতঃ পুঁজ জন্মাইবার প্রবণতা দেখা দিলে ইহাতে উপকার দর্শে ।

বার্বেরিস ( Berberis ) : – চর্ম কর্কশ হইয়া একনি কিছুতেই আরোগ্য হইতে চায় না ।

ক্যাল্কেরিয়া কার্ব ( Calcaria Carb ) : – নিজ বিশিষ্ট ধাতুগ্রস্ত, বিশেষতঃ অতিরিক্ত ঋতুস্রাবপ্রবণা শীতকাতরা যুবতীগণের একনি । গরম অসহ্য হইলে এবং একনি মধ্যে পুঁজোৎপত্তি হইলে ক্যাল্কেরিয়া সালফ ।

ক্যালি-ব্রোম ( Kali Bromatum ) : – অতিরিক্ত ইন্দ্রিয়সেবা বিশেষতঃ হস্তমৈথুনকারী যুবকগণের ( কাহারও মতে যুবতীগনেরও ) একনিতে ইহা দ্বারা প্রভুত উপকার হইয়াছে । উপরোক্ত কারণে বিশেষতঃ যুবতীগণের পক্ষে ক্যাল্কেরিয়া পিক্রেটা বিশেষ ফলদায়ক ।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

পালসেটিলা ( Pulsatilla ) : – বিলম্বিত ও স্বল্প ঋতুবিশিষ্ট যুবতীগণের একনি ( স্যাঙ্গুনেরিয়া ) ।

সিপিয়া ( Sepia ) : – প্রতিমাসে ঋতুর পূর্বে একনি প্রকাশ পায় ।

সালফার ( Sulphur ) : – চর্ম কর্কশ ও দৃঢ়, কোষ্ঠবদ্ধতা, এবং স্নান বা মুখপ্রক্ষালনের পর বৃদ্ধি এই সমুদয় লক্ষণে পুরাতন একনিতে বিশেষ ফলপ্রদ ।

অন্যান ঔষধের মধ্যে আর্সেনিক, আর্স-ব্রোম 4x, কার্বো-অ্যানি, কার্বোভেজ, হিপার, নেট্রাম মিউর, সাইলি, থুজা এবং অতিরিক্ত হস্তমৈথুনকারীদিগের পক্ষে ক্যাল্কেরিয়া কার্ব, নাক্স ভমিকা, এসিড ফস, প্রভৃতি উল্লেখ্যযোগ্য ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন