মুখে মাস্কের বালাই নেই ! পুজোর ভিড় বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রাজ্যের তরফে বিধি নিষেধের ঘোষণা করা হয়েছিল দুর্গাপুজো শুরুর আগে। তবে পুজোর আমেজে সেই সকল বিধি নিষেধ ভুলেছে রাজ্য বাসী। সামাজিক দূরত্ব বিধি মানার তো কোনও লক্ষণ দেখা গেল না। পাশাপাশি করোনার আতঙ্ক বাড়িয়ে মাস্কহীন শহরবাসীকে দুর্গা দর্শন করতে দেখা গেল। তৃতীয়া থেকে কলকাতাবাসী রাস্তায় নেমেছে। এই আবহে প্রতিদিন রাস্তার ভিড় বাড়ছে। রবিবার পঞ্চমীর থেকে অনেক বেশি ভিড় ছিল সোমবার ষষ্ঠীতে। ফলে বাড়ছে করোনা সংক্রমন বাড়ার আশঙ্খা।

avilo home

বাস, ট্রাম, মেট্রোরর মতো গণপরিবহণে বিশাল ভিড়। রাস্তার যানজটে নাকাল অবস্থা সাধারণ মানুষের। ঘুরতে বের হলে কি সেলফি না তুলে থাকা যায়? আর সেলফি তুলতে গেলে খোলা হচ্ছে মাস্ক। আর সেই মাস্ক পরার কোনও ইচ্ছে দেখা যায় না। পুলিশ এসে মাস্ক পরতে বললে অনেকে আবার গরমের অজুহাত দিচ্ছে। সত্যি তো, অনেকটা গরম। তবে করোনার আতঙ্কটা সত্যি। যা খুবই উদ্বেগ বাড়াচ্ছে।

হাইকোর্টের তরফে বলা হয়েছিল মাস্ক পরে থাকতে হবে দর্শার্থীদের। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।সব নিয়মকানুন সঠিক ভাবে পালিত হলেও, মাস্কের বালা নেই। পুলিশও সবটা দেখেও কোনও পদক্ষেপ নিতে পারছে না। কলকাতার রাস্তায় তৃতীয়ার রাত থেকেই মানুষের ঢল। কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও, সিংহভাগ লোকের মুখে নেই মাস্ক।

পঞ্চমীতে শহরের রাস্তায় বিনা মাস্কে ঘুরে বেড়ানোর অভিযোগে ১৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার, ষষ্ঠীর দিন বিকেল তিনটে পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৩২ জন। বেআইনি গাড়ি পারকিংয়ের অভিযোগে মোট ৪০টি গাড়ি আটক করা হয়েছে। করোনার বিধি নিষেধ চলাকালীন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় থুতু ফেলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন