মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের ! ধর্নায় বসছেন প্রাক্তন সেনা আধিকারিকেরা

By Bangla News Dunia Dinesh

Published on:

বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্নায় বসতে চান সেনা আধিকারিকেরা। আগামী সোমবার মেয়ো রোডে তাঁদের ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারী প্রাক্তন সেনা আধিকারিকদের (Ex army)  ধর্নায় বসার অনুমতি দিয়েছেন।

গত সোমবার তৃণমূলের (TMC) প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর কানে যেতেই সোজা ধর্মতলায় গান্ধীমূর্তির সামনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভাঙা মঞ্চে দাঁড়িয়ে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন, ‘আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। সেনার এই মঞ্চ খোলার নেপথ্যে রয়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে! আমি সেনাকে দোষারোপ করছি না।’

তবে প্রতিবাদ মঞ্চ খোলার নেপথ্যে কোন কারণ রয়েছে, সে প্রসঙ্গে সেনার তরফে জানানো হয়েছে, দু’দিনের অনুমতি থাকলেও ময়দান এলাকায় মঞ্চটি প্রায় এক মাস ধরে বাঁধা ছিল। অস্থায়ী মঞ্চ সরিয়ে নেওয়ার জন্য বারবার আয়োজকদের জানানো হলেও তারা তা কর্ণপাত করেননি। এমনকি কলকাতা পুলিশকেও জানানো হয়েছিল। তাঁদের তরফেও সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই সেনার পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন,’মঞ্চ সরানোর বিষয়ে কারও সঙ্গে কথা বলা হয়নি। এ সব বাজে কথা।’ গোটা ঘটনা নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন সেন আধিকারিকেরা। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন