মুখ্যমন্ত্রী-চাকরিহারাদের সমাবেশ ! অশান্তি পাকাতে পারে বিরোধীরা, আশঙ্কা কুণালের   

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর। এই চাকরিহারাদের ভবিষ্যৎ কী হবে তার রূপরেখা তৈরি করতে সোমবার নেতাজি ইন্ডোরে একটি সমাবেশে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এই সভাতেও সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের আশঙ্কা এই সভাতেও বহিরাগত ঢুকিয়ে অশান্তি পাকাতে পারে বিরোধীরা।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠক ডেকে কুণাল ঘোষ জানান, আগামীকালের নেতাজি ইন্ডোরের সভায় তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অক্সফোর্ডের কায়দায় সমাবেশে ঢুকে বিরোধীদের উসকানিতে সভা পণ্ড করার চেষ্টা চালাতে পারে বহিরাগতরা। তাঁর কথায়, “চাকরিহারাদের সংকটজনক মুহূর্তে বিকল্পপথ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ৭ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন তিনি। দয়া করে মুখ্যমন্ত্রী কী বার্তা দিচ্ছেন, তা শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে, কালকের সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করা হতে পারে।” তিনি আরও বলেন, “যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করে, তাঁরা চায় না বিকল্প পথ খোঁজা হোক। চায় না সমস্যার সমাধান হোক। বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাক। আমাদের কাছে একাধিক সূত্র মারফত খবর এসেছে, নানা প্রলোভন দেখিয়ে, বিভ্রান্ত করে ওখানে কিছু কিছু লোক ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। গেটে গণ্ডগোল করার চেষ্টা চালানো হচ্ছে। ছোট ছোট গ্রুপ করে লোক ঢোকানো হবে যাতে মুখ্যমন্ত্রী বার্তা কেউ শুনতে না পান।”

এদিনের সাংবাদিক বৈঠকে চাকরিহারাদের অনুরোধ করেন, তাঁরা যেন সিপিএম বিজেপির প্রলোভনে পা না দেন। কারণ বিরোধীরা চাইছে না চাকরিহারাদের সমস্যার সমাধান হোক।

জানা গিয়েছে, চাকরিহারাদের ভবিষ্যত কী হবে, বা কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেগুলির একটা রূপরেখা তৈরি করতে ৭ এপ্রিল সোমবার চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সমাবেশ করতে চান নেতাজি ইন্ডোরে। এই সমাবেশে সমস্ত চাকরিহারাদের থাকার জন্য অনুরোধ করেছেন মুখমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ হবে। এই দুঃসময়ে যাতে কেউ ভেঙে না পড়েন, সেই মানবিক সমর্থন জানাতেই তাঁর ওই সমাবেশে যোগদান।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন