মুর্শিদাবাদের ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মমতার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিনজনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। যাঁদের দোকান ভাঙচুর হয়েছে, সেটিও হিসেব করে মুখ্য সচিবকে সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

পাশাপাশি এদিন ফের শান্তি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না।’ এদিনের কর্মসূচি থেকে বিরোধীদের একহাত নেন মমতা। বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। কিছু গোদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বিজেপির উসকানিতে পা দেবেন না। কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন।’

এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা ডেকেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি।’ তাঁর কথায়, ‘আমার যেমন অধিকার নেই ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও অধিকার নেই কারও ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন