Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদে এখনও টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সামশেরগঞ্জে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর দুষ্কৃতী হামলার খবর পাওয়া যাচ্ছে। চাপা আতঙ্কের পরিবেশ। এহেন পরিস্থিতিতে এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাঙড়। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে তপ্ত পরিস্থিতি ভাঙড়ে। জ্বালিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের একের পর এক বাইক। আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে রাস্তায়। ভাঙড় থেকে কলকাতাগামী রাস্তা বন্ধ। পুলিশের গাড়িতে ভাঙচুরের খবরও আসছে।
ওয়াকফ প্রতিবাদে উত্তপ্ত ভাঙড়
আজ অর্থাত্ সোমবার সকাল থেকেই ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা শুরু হয় ভাঙড়ে। ইতিমধ্যেই বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, কলকাতা পুলিশের প্রিজন ভ্যান উল্টে দিয়েছে উন্মত্ত জনতা। পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাস্তা শুনশান। কলকাতাগামী বাসন্তী হাইওয়ে সম্পূর্ণ বন্ধ।
কলকাতায় রামলীলা ময়দানে সংশোধিত ওয়াক আইনের বিরোধিতায় আইএসএফ-এ একটি প্রতিবাদ কর্মূসচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে ভাঙড় থেকে দলীয় কর্মীরা হাজির হচ্ছিলেন। বাসন্তী হাইওয়েতে তাঁদের বাধা দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন ISF কর্মীরা। ভাঙড়ের ভোজেরহাট এলাকায় শুরু হয় অশান্তি। তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। সেখানেই অবরোধ শুরু করেন আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
পুলিশ কেন বাধা দিল? প্রশ্ন নওশাদের
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী বলেছেন, এরাজ্যে নতুন ওয়াকফ আইন লাগু হবে না। আমরাও তো চাই, লাগু না হোক। তাই জন্য আমরা শিয়ালদ সমাবেশের আয়োজন করেছি। তাহলে সেখানে যেতে কর্মীদের বাধা দিল কেন পুলিশ? শুধু কি তৃণমূলই এ রাজ্যে মিছিল করবে? বাকিরা কেউ পারবে না?’
‘দিল্লিতে গিয়ে আন্দোলন করা উচিত’
অন্যদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, দিল্লিতে গিয়ে আন্দোলন করা উচিত। পশ্চিমবঙ্গে নয়। ভাঙড়ের পরিস্থিতি সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমরা যখন রাস্তায় নামি, সব ধরনের মানুষের সমস্যা হয়। কিন্তু কথা হচ্ছে যেখানে আইন কার্যকর হচ্ছে না, সেখানে বিক্ষোভ করে তো কোনও লাভ নেই। আমরা মানুষের অসুবিধে করে তো কিছু করতে পারি না।’
আরও পড়ুন:- ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে মুর্শিদাবাদের নামে প্রচার করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন:- ওষুধে ৫০% থেকে ৯০% ছাড় । কোন জায়গা থেকে কিনবেন দেখুন