Bangla News Dunia, Pallab : মুর্শিদাবাদের পর ভাঙড়। কলকাতার কাছেই এই এলাকাতেও ওয়াকফ বিক্ষোভে আক্রান্ত পুলিশ। ভাঙড়ের শোনপুরের ঘটনা। সেখানে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন অনেকে। তখনই কেউ পুলিশের গাড়ি ভাঙুচর করে তাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ৫ পুলিশকর্মী (Police)।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
কয়েকদিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি, জঙ্গিপুর, ধুলিয়ানে একই ভাবে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। একই কায়দায় এদিন সকাল থেকে উত্তেজিত হয়েছে ভাঙড়। বাসন্তী হাইওয়ের কাছে শোনপুর বাজারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে। পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে পুলিশেরই একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়। যদিও এই ঘটনার দায় আইএসএফের বলে জানিয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, আইএসএফ মানেই সমাজবিরোধী।
এই ঘটনার দায় তৃণমূল চাপিয়েছে আইএসএফ-এর (ISF) উপর। যদিও সমস্ত অভিযোগ উড়িয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। যেভাবে পুলিশের গাড়িতে যেভাবে ভাঙচুর করা হয়েছে, তাতে সংখ্যালঘু হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। নওশাদের দাবি, তৃণমূলের লোকজনই এই হামলার নেপথ্যে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে