মুর্শিদাবাদে অশান্তির দিন ঠিক কী ঘটেছিল? হাইকোর্টে রিপোর্ট পেশ রাজ্যের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদ নিয়ে রাজ্য সরকারের হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে। মুর্শিদাবাদে ৩১৫ জন এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে, জঙ্গিপুর পুলিশ ডিভিশনের অধীনে হিংসার পর বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা ৩৮টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। শুক্রবার, ১১ এপ্রিল বিক্ষোভগুলি “কোনও স্বীকৃত ব্যানার ছাড়াই” হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। দুপুর আড়াইটে নাগাদ ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর প্রতিবাদে পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৪০০০-৫০০০ স্থানীয় যুবক সাজুর মোড়ে জড়ো হতে শুরু করে।

পুলিশ কর্মীরা জাতীয় সড়ক অবরোধ না করার জন্য পরিস্থিতি সামাল দিতে গেলে তারা পুলিশের আইনানুগ নির্দেশের কর্ণপাত করেনি। উল্টে তারা জাতীয় সড়ক অবরোধ করে ওয়াকফের বিরোধিতা করতে শুরু করে। কিছুক্ষণ পর উত্তেজিত জনতা উগ্র হয়ে ওঠে এবং পুলিশ কর্মীদের উপর ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে তারা আরও হিংস্র হয়ে ওঠে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, তারা ট্রাফিক গার্ড অফিস, গার্ড রেলিং এবং অন্যান্য সরকারি সম্পত্তির পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে দু’জন জখম হন। তাদের হাসপাতালেও ভর্তি করা হয়।

আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

সাজুর মোড় এবং সংলগ্ন এলাকায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মোট ৩১৪টি শেল, ১৩৭ রাউন্ড রাবার বুলেট, ৮০ রাউন্ড পিএজি, ৩০ রাউন্ড হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। একই দিনে একই সঙ্গে দুপুর আড়াইটে নাগাদ সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০০-৫০০০ জন সমশেরগঞ্জ থানার আওতাধীন পুরনো ডাকবাংলোতে জড়ো হতে শুরু করে। ধুলিয়ানের মূল সড়ক অবরোধ করে।

সামশেরগঞ্জ থানা এলাকায় সংঘটিত হিংসার তীব্রতা বিবেচনা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আধিপত্য নিয়ন্ত্রণ এবং এলাকার শান্তি পুনরুদ্ধারের জন্য ডিজি ও আইজিপি, ডব্লিউবি, ডিজি, এসসিআরবি, ডব্লিউবি, এডিজি, এসটিএফ, ডব্লিউবি, আইজিপি, সিআইডি, ডব্লিউবি, সিপি বিধান নগর সমশেরগঞ্জ থানায় পৌঁছেছেন। সামশেরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক অফিসার, ফোর্স এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এছাড়াও, এলাকায় আধিপত্য বিস্তার এবং শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিএসএফের ২ কোম্পানি এবং সিআরপিএফের ৮ কোম্পানি মোতায়েন করা হয়েছে, বলে রিপোর্টে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন