মুর্শিদাবাদে এখন ঠিক কী পরিস্থিতি? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদের পরিস্থিতি এখন সম্পূর্ণি নিয়ন্ত্রণে। দাবি করেছেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, পাশাপাশি সমস্তরকম টহলদারি বজায় রাখার কথাও বলেছেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮০  জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আজ  মুর্শিদাবাদের হিংসার শিকারদের সঙ্গে  দেখা করবেন বঙ্গ বিজেপির  সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে হিংসার পর আতঙ্কে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে বিভিন্ন ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে বেশকিছু হিন্দু পরিবার। এদিনে তাঁদের সঙ্গেই দেখা করবেন বিজেপি রাজ্য সভাপতি।

জানা যাচ্ছে, এদিন প্রথমে মালদায় বিজেপির দফতরে খোলা কন্ট্রোল রুমে যাবেন তিনি। এরপর  পালেরপুর উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার। এদিকে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলির পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে বলেই দাবি পুলিশের। মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা, বিশেষ করে সুতি, সমসেরগঞ্জ, ধুলিয়ান এবং জঙ্গিপুরের পরিস্থিতি সোমবার শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে, জানিয়েছেন একজন  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিংসা কবলিত এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও  এবং দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে। নিরাপত্তা বাহিনী প্রধান সড়কগুলিতে যানবাহন তল্লাশি চালাচ্ছে। শুক্রবার বিকেল থেকে সুতি, ধুলিয়ান, সমসেরগঞ্জ এবং জঙ্গিপুর এলাকায় হিংসায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে জেলার কোথাও থেকে নতুন করে কোনও আশান্তির ঘটনার খবর পাওয়া যায়নি। ওয়াকফ (সংশোধন) আইনের বিরুদ্ধে বিক্ষোভের পর হিংসার  ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত মোট ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিন থমথমে রয়েছে সামশেরগঞ্জ, ধুলিয়ান। আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG।  সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন।

“এই অশান্ত এলাকাগুলির পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে। মুর্শিদাবাদ জেলার কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং আমরা কোনও ধরণের ঝামেলাকে শান্তি বিঘ্নিত করতে দেব না,” পুলিশ কর্মকর্তা পিটিআইকে এমনটাই জানিয়েছেন। রাজ্য সশস্ত্র পুলিশ এবং RAF-এর সঙ্গে  বিএসএফ সদস্যরা জাতীয়সড়ক এবং আশেপাশের গলিতে রুট মার্চ করছে। তবে রাস্তাঘাট  জনশূন্য দেখাচ্ছে কারণ বাজারগুলি এবং দোকানপাট বন্ধ রয়েছে এবং লোকেরা ঘরেই রয়েছেন। তিনি বলেন, সংঘর্ষে কমপক্ষে ১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাণ্ডবের সময় পুলিশ ভ্যান সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং দোকানগুলিতে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের কিয়স্ক পুড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষ ভাগীরথী নদী পার হয়ে পার্শ্ববর্তী মালদায় আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাসস্থান ও খাবারের ব্যবস্থা করেছে এবং স্কুলে আশ্রয় দিয়েছে।

আরও পড়ুন:-  এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন