মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার ২ ! বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad Violence)। এই অশান্তির মাঝেই সামশেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ সামনে এসেছিল। এই খুনের ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ। একথা জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

পুলিশ সূত্রে খবর, কালু নাদাব ও দিলদার নাদাব নামে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের সামশেরগঞ্জেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। একজনকে বীরভূম থেকে ও অন্যজনকে সুতির বাংলাদেশ বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হতেই এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঘটনায় জড়িত কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছিল। এরপর সোমবার সারারাত অভিযান চালানো হয়। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, এক অভিযুক্ত বীরভূমে রয়েছেন। এরপরই ধরা পড়েন তিনি। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপরজনের খোঁজ মেলে। তারপর মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেপ্তার করা হয় দ্বিতীয়জনকে। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দু’জন সম্পর্কে ভাই। মঙ্গলবারই দু’জনকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

সোমবারই রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছিলেন, বাবা-ছেলে খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এমনকি কোনও দোষীরা পালাতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তের গ্রেপ্তারির খবর সামনে আসল। এদিন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, ‘বাবা-ছেলে খুনের মামলার তদন্তে বিশেষ দল গঠন হয়েছিল। রাতভর অভিযান চালানো হয়। একজনকে ধরা হয়েছে বীরভূম থেকে। অন্যজনকে মুর্শিদাবাদ থেকে।’ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন