বহরমপুর: মুর্শিদাবাদে ভোটের মুখে বড়সড় অস্ত্র আমদানির নেটওয়ার্ক ফাঁস করল পুলিশ। মুঙ্গের থেকে বিপুল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন কার্তুজ আমদানি করতে গিয়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে গেল তিন অস্ত্র কারবারি। ধৃতরা হল, মাহাবুল মণ্ডল, মুকুল মণ্ডল এবং হকদার শেখ। গোপন সূত্রে খবর পেয়ে , বহরমপুর বাসস্ট্যান্ডে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার হয় ৮টি অত্যাধুনিক পিস্তল, ১৬ টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি। এছাড়াও তাদের থেকে জালনোটও পাওয়া যায়। ধৃত তিনজনের বাড়িই মুর্শিদাবাদে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।