Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, ‘আমাদের লক্ষ্য হল মুর্শিদাবাদে শান্তি ফিরিয়ে আনা। মুর্শিদাবাদে যা ঘটছে তাতে আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না।’
উল্লেখ্য, শনিবার সামশেরগঞ্জ এলাকার জাফরাবাদে একটি বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই সময়ে বাধা দিতে গিয়ে হামলাকারীদের মুখে পড়েন বাবা-ছেলে। নৃশংসভাবে তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ।
শুক্রবার থেকেই দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। একদিকে যেমন বিডিও অফিস ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুনের মতো ঘটনা ঘটেছে, তেমনই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার মতো ঘটনাও ঘটে। এমন প্রেক্ষাপটে মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়।