Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা। আন্দোলনের সূত্রপাত হয় জঙ্গিপুরে। পরে সেই উত্তাল পরিস্থিতি ছড়িয়ে পড়ে সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ানে। অগ্নিগর্ভ হয়ে বিভিন্ন এলাকা। সরকারি সম্পত্তিতে ভাঙচুর, অগ্নিসংযোগ। পুলিশকে মার। পালটা লাটি চার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো। পুলিশের গুলি। এই অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয় তিন জনের। জরুরীকালীন পরিস্থিতি তলব করা হয় আধা সেনা। ধুলিয়ানে বহু মানুষ ঘরছাড়া। তবে বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারী ডিজি রাজীব কুমার।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে ডিজি রাজীব কুমার বলেন, “বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।” সেই সঙ্গে তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে, সর্তক থাকার অনুরোধ করলেন। ডিজির সঙ্গেই থাকা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এলাকায় টহলদারি বজায় থাকবে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। তিনি পরিদর্শন করেন বিভিন্ন স্পর্শকাতর এলাকা। দফায় দফায় জেলা পুলিশ ফোর্সের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ডিজি জানান, রবিবার বিকেলে আরও কয়েক কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে। তবে মূলত কোন কোন এলাকায় আধাসেনা মোতায়েন করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিংসা ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৫০-র বেশি। এরমধ্যে শুধু সামসেরগঞ্জেই গ্রেপ্তারের সংখ্যা ৬০।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন