Bangla News Dunia, Pallab : সংখ্যালঘু ভোটার নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের মতে, ‘তৃণমূল সংখ্যালঘুদের উপকার করে না। এ রাজ্যে বেশিরভাগ সংখ্য়ালঘু পিছিয়ে রয়েছেন।’
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
তৃণমূল শিবিরকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন, ‘কেউ যদি নো ভোট টু বিজেপি (BJP) বলতে পারে, তাহলে আমাদের নেতা বলতে পারে না তার উলটোটা? হিন্দুদের আজকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। কারণ মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে টিএমসি (TMC)। তাদের গরীব, অশিক্ষিত বানিয়েছে। আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম অসমে আছে। আমরা সেখানে দু’বার ক্ষমতায় এসেছি। কিন্তু, এখন মুসলমানদের নিজেদের কথা ভাবার দিন এসেছে।’
দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) হিন্দুদের উদ্দেশে বলেছিলেন, ‘ছাব্বিশের ভোটে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপাকে পড়বেন। ৯ শতাংশ হিন্দু এখনও ভোট দেন না। আসন্ন নির্বাচনে আমরা জিততে না পারলে হিন্দু বাঙালিদের জন্য খুবই কষ্টের দিন আসবে।’
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন