মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ! ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত মায়ানমার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , Pallab : পরপর শক্তিশালী ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার (Myanmar Earthquake)। ইতিমধ্যেই সেদেশে মৃতের সংখ্যা ১০০০ পেরিয়ে গিয়েছে (Death toll)। প্রথমে শনিবার সকালে মায়ানমারে ক্ষমতাসীন জুন্টা সরকারের তরফে জানানো হয়েছিল, অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহত হয়েছেন ১৬০০ জনেরও বেশি। পরবর্তীতে মায়ানমারের সরকারি সংবাদমাধ্যম জানায়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০২। আহত হয়েছেন অন্তত ২,৩৭৬ জন। দেশজুড়ে চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

শুক্রবার পরপর জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। প্রথম দুটি ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২, ৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, ১২টা ২ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর ক্রমাগত আফটার শক অনুভূত হয়েছে মায়ানমারে। ভূমিকম্পে মায়ানমারে দু’টি সেতু ভেঙে গিয়েছে। মান্দালয় শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি মসজিদ ভেঙে মৃত্যু হয়েছে অনেকের। ভেঙেছে একাধিক বাড়ি। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতার প্রভাব পড়েছে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও (Thailand)। সেদেশের রাজধানী ব্যাংককেও ভেঙে পড়েছে একটি নির্মীয়মাণ ৩০ তলা বিল্ডিং সহ একাধিক বহুতল, সেতু। তাতে চাপা পড়েও প্রাণ হারিয়েছেন অনেকে। ভূমিকম্পে বিপর্যস্ত ব্যাংককেও (Bangkok) জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবারই মায়ানমার ও থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজনীয় সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। সেইমতো পড়শি দেশে বায়ুসেনার বিমানে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। বায়ুসেনার সি-১৩০ এয়ারক্র্যাফ্ট হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে মায়ানমারের উদ্দেশে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু-ইট মিল সহ আরও অনেক সামগ্রী। সহায়তা পাঠিয়েছে চিন ও রাশিয়াও। ভূমিকম্প বিধ্বস্ত দেশটির পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন