মৃত্যুর পরও আরজি করের নির্যাতিতার ফোন নম্বরে সক্রিয় হোয়াটসঅ্যাপ ! উঠছে অনেক প্রশ্ন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর পরেও তাঁর ব্যবহৃত মোবাইলের নম্বর চালু আছে । এমনকি ওই নম্বর থেকে চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও । আজ শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে এই অভিযোগই সামনে এনেছে মৃত চিকিৎসক ছাত্রীর পরিবার । এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে । শিয়ালদা আদালতে এই বিষয়টি সামনে আসার পর এদিন বিচারক মৃতার পরিবারকে বলেন, যদি তারা চায়, তাহলে এই বিষয়ে তারা সিবিআইয়ের সঙ্গে কথা বলতে পারে । কারণ এই ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতেই ।

এই ঘটনায় মৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন যে, কীভাবে মৃত‍্যুর কয়েক মাস পরেও নির্যাতিতার মোবাইল নম্বর ব‍্যবহার করা হয়েছে ? একটি হোয়াটসঅ‍্যাপ গ্রুপও নাকি খোলা হয়েছে ওই নম্বর থেকে । এই বিষয়ে পরিবারের আইনজীবীর দাবি, আরজি কর-কাণ্ডের পরে নির্যাতিতার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল । তবে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । ফলে বর্তমানে ওই ফোনটি কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে । আর এখানেই পরিবারের প্রশ্ন, তাহলে ওই মোবাইল নম্বর দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হল ?

আরজি করে কী ঘটেছে, তার আগে ও পরে কী হয়েছে, প্রশ্নোত্তরের মাধ্যমে তার সিনপসিস রিপোর্ট আদালতে পেশ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ৷ এই ঘটনায় সিবিআইয়ের তরফে প্রশ্ন তোলা হয় যে, যেহেতু এই ঘটনাটির বিচার চলছে হাইকোর্টে, ফলে কীভাবে ঘনঘন বিভিন্ন সিনপসিস রিপোর্ট পেশ করা হচ্ছে ? আগামী 10 জুন পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

গত বছরের 9 আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় সেখানকার এক পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ । পরে জানা যায়, এই ঘটনায় যুক্ত কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । পরে তাকে গ্রেফতারও করে লালবাজার । তবে এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । ফলে কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনার কেস ডায়েরি-সহ যাবতীয় সিজার সামগ্রী, সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় । তারপরও কীভাবে মৃতার ফোন নম্বর ব্যবহার করার অভিযোগ উঠল, সেই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন । উল্লেখ্য, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন