মেঘ দেখেই বলে দিতে পারবেন বৃষ্টি হবে কিনা, সহজ টোটকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আকাশে ভেসে থাকা তুলোর মতো সাদা মেঘের সঙ্গে বৃষ্টির ভারী কালো মেঘের মধ্যে বড় পার্থক্য আছে।

ছোট ছোট জলকণার কারণে আলো প্রতিফলিত হয়ে সাদা রঙ দেখা যায়। সূর্যের আলো ছড়িয়ে পড়ে সবদিকে।

বৃষ্টির মেঘে জলকণা বড় হয়, ঘনত্ব বাড়ে। ফলে আলো আর সহজে প্রতিফলিত হয় না।

ঘন মেঘ আলোকে আটকে দেয়। তাই নিচ থেকে কালো বা ধূসর দেখায়।

কালো রঙ মানেই ভারী জলকণা ও শীঘ্রই বৃষ্টি হতে পারে।

মেঘ যত হালকা, রঙ তত উজ্জ্বল। যত ভারী, রঙ তত গাঢ়।

সূর্য মাথার উপরে থাকলে মেঘ কম কালো দেখায়। সূর্য ডুবলেই তা আরও গাঢ় হয়।

এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। বৃষ্টি প্রয়োজনীয় – তাপ কমায়, সবুজ রাখে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন