মেঘ বিস্ফোরণ কি ? জানুন কিভাবে কেন ঘটে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মেঘ বিস্ফোরণ (Cloudburst) হলো একটি বিরল কিন্তু অত্যন্ত ভয়াবহ প্রাকৃতিক ঘটনা, যেখানে স্বল্প সময়ের মধ্যে (সাধারণত ১-২ ঘণ্টার মধ্যে) অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটে। এটি এত দ্রুত হয় যে কোনো এলাকা মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় হঠাৎ হড়কা বান (flash flood) সৃষ্টি হয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

মেঘ বিস্ফোরণ কেন হয় ?

এটি মূলত পাহাড়ি অঞ্চলে বা উঁচু এলাকায় ঘটে।
যেখন আর্দ্র বায়ু পাহাড়ের ঢালে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়, তখন মেঘ তৈরি হয়। হঠাৎ কোনো কারণে মেঘের ভেতরে জলীয়বাষ্পের ঘনত্ব অত্যধিক বেড়ে গেলে এবং বাতাসের ভারসাম্য নষ্ট হলে সেই মেঘ ফেটে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায়, যেটাকে মেঘ বিস্ফোরণ বলা হয়।

এক ঘণ্টায় কখনও কখনও ১০০ মিমি থেকে ২০০ মিমি বা তারও বেশি বৃষ্টি হতে পারে। মূলত আর্দ্র বাতাস ওপরে উঠতে থাকে এবং মেঘ বড় হতে থাকে। কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সুযোগ না থাকায় মেঘ এত ভারী হয়ে যায় যে একপর্যায়ে তা ফেটে যায়। এটিই ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ। ফলস্বরূপ সৃষ্টি হয় হঠাৎ প্রবল বন্যা-বান, ভূমিধস (Landslide), ঘরবাড়ি, সড়ক ধ্বংস, প্রাণহানি! লোকজন, জানমালে চরম ক্ষতি হয়। অনেকে নিখোজ হয়ে যায়।

হিমালয় অঞ্চলের মতো পাহাড়ি এলাকায় উষ্ণ ও আর্দ্র বায়ু দ্রুত উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। ফলে সেখানে মেঘ বিস্ফোরণের ঝুঁকি বেশি। যেমন: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর ইত্যাদি স্থানে প্রায়ই ঘটে। সম্প্রতি পাকিস্তানে এরকম মেঘ বিস্ফোরণের ঘটনা দেখা গেছে ও এতে প্রায় ২০০ জন মানুষের প্রাণহানি ঘটে!

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন