মেট্রো অতীত, এবার কলকাতায় গঙ্গার নিচে দিয়ে ছুটবে বাস-ট্রাক ! তৈরী নকশা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আন্ডারওয়াটার মেট্রোর পর এবার গঙ্গার নিচে তৈরী হবে আন্ডারওয়াটার টানেল (Underwater Tunnel)। এই নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। কেন্দ্রীয় বন্দর মন্ত্রক হুগলি নদীর তলদেশে টানেলের মাধ্যমে কলকাতার বন্দর ডকইয়ার্ডকে হাওড়ার জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি সমীক্ষা প্রস্তুতি আগেই শুরু করেছে। এর জন্য একটি খসড়া সারিবদ্ধকরণ রিপোর্ট ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পটি পিএম গতিশক্তির আওতায় হবে। এদিকে এই প্রকল্প সম্পর্কে বড় আপডেট সামনে এল।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

এবার বাংলায় আন্ডারওয়াটার রোড

এমনিতে গঙ্গার নীচ দিয়ে আরও একটি সুড়ঙ্গ পথ তৈরির পরিকল্পনা অনেক আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার তার নকশা তৈরি করল বন্দর কর্তৃপক্ষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যতদূর জানা যাচ্ছে, কলকাতার মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত হবে সুড়ঙ্গ।

কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে এই সুড়ঙ্গ পথ। এজন্য মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গঙ্গার কোনও অংশ দিয়ে এই সুড়ঙ্গ যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই সুড়ঙ্গ পথটিকে প্রধানত পণ্য পরিবহণের কাজেই ব্যবহার করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এই সুড়ঙ্গপথ দিয়ে ট্রাক, লরি চলাচলের সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

বড় উদ্যোগ কেন্দ্রের

রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই প্রকল্পটি কলকাতা এবং হাওড়ার মধ্যে স্থলপথে পণ্য পরিবহনের যানজট কমাতে সাহায্য করবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট সূত্রের মতে, এই টানেলটি কলকাতা ডক সিস্টেম এবং হাওড়া দিকের জাতীয় মহাসড়কের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। টানেলটি কলকাতা দিকের মেটিয়াবুরুজ থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ পথ ধরে হাওড়ার সাথে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে টানেলটিও রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন